ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেইমারের জোড়া গোলে বার্সার সহজ জয়

প্রকাশিত: ০৩:১৩ এএম, ২৯ নভেম্বর ২০১৫

লা লিগায় ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারের জোড়া গোলে সহজেই রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনো। ম্যাচের অপর দুটি গোল করেন নিওনেল মেসি ও লুইস সুয়োরেস।

শনিবার কাম্প নউতে ম্যাচের ২২তম মিনিটে বার্সেলোনাকে প্রথমে এগিয়ে দেন নেইমার। মেসির বাড়ানো বল ধরে ডান প্রান্ত থেকে ডি-বক্সে নিচু ক্রস দিয়েছিলেন দানি আলভেস। মার্কারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠাতে সমস্যা হয়নি ব্রাজিল অধিনায়কের।

বিরতির ৪ মিনিট আগে বার্সেলোনার দ্বিতীয় গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড সুয়োরেস।বিরতির আগে ডি-বক্সের ভেতর থেকে নেইমারের ক্রসে মাথা লাগাতে পারেননি মেসি। তা হলে ব্যবধান আরো বাড়তে পারত বার্সালোনা।

Barcelona

বিরতির পর ৫৩তম মিনিটে ইনিয়েস্তার বাড়ানো বল ধরে বাঁ দিক থেকে ডি-বক্সে নিচু ক্রস দিয়েছিলেন জেরেমি মাথিউ। পোস্টের সামনে থাকা নেইমার জালে ঠেলে দেন বলটা। লা লিগার এই মৌসুমে নেইমারের গোল হলো সর্বোচ্চ ১৪টি। ৮৬তম মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সোসিয়েদাদের। কিন্তু বার্সেলোনা গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো তা ঠেকিয়ে দেন।

খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনা অধিনায়ক গোলের দেখা পান। অবশ্যই এই গোলের পুরো কৃতিত্ব নেইমারের। শেষ দিকে হ্যাটট্রিক করার সুযোগও পেয়েছিলেন ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা নেইমার। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।

সোসিয়েদাদের বিপক্ষে জয়ে ১৩ ম্যাচে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৩৩। রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা।

জেডএইচ/এমএস