ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লড়াকু সংগ্রহ পেলো ঢাকা

প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৭ নভেম্বর ২০১৫

কুমার সাঙ্গাকারার দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পেয়েছে ঢাকা ডায়নামাইটস। সিলেট সুপার স্টার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ পায় সাঙ্গাকারাবাহিনী। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে এটিই সর্বাধিক সংগ্রহ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম ম্যাচে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে সৈকত আলীকে হারিয়ে ধাক্কা খায় ঢাকা ডায়নামাইটস। তবে আরেক ওপেনার সাদমান ইসলামকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দলীয় ৩৩ রানে সাদমানকে বোল্ড করে এই জুটি ভাঙেন ক্যারাবিয়ান ফিডেল এডওয়ার্ড।

এরপর নাসির হোসেনকে নিয়ে ৬৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান সাঙ্গাকারা। শহীদের বলে মুমিনুলের তালুবন্দি হবার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেণ এই লঙ্কান। ৫৬ বলে ৯টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। নাসুমের বলে বোল্ড হবার আগে ২৯ বলে মোকাবেলা করে ৩টি ছক্কার সাহায্যে ৩৩ রান করেন এই আইকন ক্রিকেটার। এছাড়া সাদমান ১৫ এবং থিরামান্নে ১৩ রান করেন।

সিলেট সুপার স্টার্সের পক্ষে ২৩ রানে ২টি উইকেট নিয়ে সেরা বোলার শহীদ। এছাড়া মুনাবীরা, নাসুম এবং এডওয়ার্ড ১টি করে উইকেট পান।  

আরটি/জেডএইচ/এমএস