ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাঙ্গাকারার ব্যাটে এগিয়ে যাচ্ছে ঢাকা

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম ম্যাচে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা ডায়নামাইটস। মোহাম্মদ শহীদের বলে নাসুম আহমেদের তালুবন্দি হয়ে ফিরে আসেন সৈকত আলী। এরপর আরেক ওপেনার সাদমান ইসলামকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

তবে দলীয় ৩৩ রানে সাদমানকে বোল্ড করে এই জুটি ভাঙ্গেন ক্যারাবিয়ান ফিডেল এডওয়ার্ড। তবে এক প্রান্তে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন সাঙ্গাকারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট ৭৮ হারিয়ে রান।

এর আগে তিন ম্যাচের তিনটিতেই হেরে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছে সিলেট সুপার স্টার্স। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই মুশফিকদের। অপরদিকে তিন ম্যাচের দুইটিতে জিতে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস।

ঢাকা ডায়নামাইটস :
কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, সৈকত আলী, সাদমান হোসেন, ফরহাদ রেজা, আবুল হাসান, ইয়াসির শাহ, লাহিরু থিরামান্নে, ম্যালকম ওয়ালার।

সিলেট সুপারস্টারস :
মুশফিকুর রহিম (অধিনায়ক),মুমিনুল হক, নূরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, নাজমুল হোসেন মিলন, নাসুম আহমেদ, দিলশান মুনাবেরা, জশোয়া কব, রবি বোপারা ও ফিডেল এডওয়ার্ড।

আরটি/জেডএইচ/এমএস