৯২ রানে অলআউট চট্টগ্রাম
ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাত্র ৯২ রানে গুটিয়ে গেছে চিটাগাং ভাইকিংস। আগের তিনটি ম্যাচে ১৭৫ রানের বেশি করা দলটি আজ শুরু থেকেই ধুঁকতে থাকে। নাঈম ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে শতরানের কাছাকাছি সংগ্রহ করতে পারে দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চিটাগাং। ঢাকার বোলারদের দাপটে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে দলটি। মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছতে পারেন।
দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন নাঈম ইসলাম। ৩৮ বলে ২টি চার ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে তিলকারাত্নে দিলশানের ব্যাট থেকে। ১১ বলে ২টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ২০ রান করেন এই লঙ্কান। এছাড়া ইয়াসির আলী করেন ১৪ রান।
ঢাকা ডায়নামাইটসের পক্ষে ১৪ রানে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার মুস্তাফিজুর রহমান। নাসির হোসেন ১২ রান দিয়ে পান ২টি উইকেট। এছাড়া রেজা, মোশারফ, আবুল এবং ইয়াসির ১টি করে উইকেট নেন।
আরটি/জেডএইচ/পিআর