ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জিতলেই নায়ক হবে : সাকিব

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

সিলেট সুপার স্টার্সের বিপক্ষে মাত্র ১০৯ রান করেও রুদ্ধশ্বাস জয় পেয়েছে রংপুর রাইডার্স। দারুণ এই জয়ে ব্যাটে বলে দারুণ অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। শুধু ব্যাটে বলেই নয় দারুণ নেতৃত্বও সবার মন কেড়েছেন সাকিব।শেষ ওভারে তরুণ আবু জায়েদের হাতে বল তুলে দিয়েছিলেন তিনি।বলেছিলেন জিতলে হারাবার কিছু নেই কিন্তু জিতলেই নায়ক হবে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘ওই পরিস্থিতিতে বোলারের করার খুব বেশি কিছু থাকে না। যদি রানটা হয়ে যায়, বোলারের দায় তেমন থাকে না, আমার যেটা মনে হয়। এজন্যই ওকে বলছিলাম, তোমার হারানো কিছু নাই, জেতাতে পারলে নায়ক হওয়ার সুযোগ আছে’। যেটা শেষ পর্যন্ত সে করতে পেরেছে।’

তবে দারুণ জয়ের পরও নিজেদের ব্যাটিং নিয়ে খুশি নন সাকিব। ব্যাটিংয়ে তারা কিছু রান কম করেছেন বলে জানান এই অলরাউন্ডার। এ প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় না, আমরা যত রান করেছি, অত রানের উইকেট ছিল। আরো বেশি রান হওয়া অবশ্যই উচিত ছিল। এই উইকেট ১৩০ থেকে ১৩৫ হওয়ার মত ছিল, একদম ১১০ হওয়ার মত নয়।’

নিজের ব্যাটিং নিয়ে সাকিব বলেন, ‘আজকে শুরুতে ব্যাটিং ভালো করছিলাম। তবে আরেকপাশ থেকে উইকেট হারাতে থাকায় আত্মবিশ্বাস আবার কমে গেছে। দু-একটা বাউন্ডারি মারার পর মনে হচ্ছিলো আজকে ভালো ব্যাটিং করতে পারব মনে হয়। কিন্তু আরেকপাশ থেকে উইকেট পড়ল, ৬ ওভারের পর বাউন্ডারি মারাও কঠিন ছিল। তারপরও উইকেটে কিছু সময় কাটাতে পেরেছি, যেটা আমার দরকার ছিল। সব মিলিয়ে আমি খুশি।’

চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সাকিবের দল রংপুর রাইডার্স। শুক্রবার প্রথম ধাপের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টরিয়ান্সের মোকাবেলা করবে রংপুর।

আরটি/জেডএইচ