ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৯০ রানের লক্ষ্যে ব্যাট করছে কুমিল্লা

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

বরিশাল বুলসের দেওয়া ৯০ রানের লক্ষ্যে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১ ওভার শেষে বিনা উইকেটে ৫ রান। ইমরুল ৪ আর মাহমুদুল ০ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের দাপটে মাত্র ৮৯ রানে গুটিয়ে গেছে বরিশাল বুলস। এটা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার মধ্যেই রইল বরিশালের দলটি। মাত্র ৩ জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছতে পারে। আগের দুই ম্যাচ জিতলেও চরমভাবে ব্যর্থ হয়েছিল বরিশালের ব্যাটসম্যানরা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বরিশাল বুলস। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে দলটি। ইনিংসের দ্বিতীয় ওভারে বরিশাল শিবিরে জোড়া আঘাত হানেন সান্তোগির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া নুয়ান কুলাসেকেরা। শাহরিয়ার নাফিস এবং ব্র্যান্ডেন টেইলরকে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান এই লঙ্কান।

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন রনি তালুকদার। কিন্তু দলীয় ২৭ রানের মাথায় অধিনায়ক মাহমুদউল্লাহকে ফেরান বাংলাদেশের নবীন উদয়মান বোলার আবু হায়দার রনি। পরের ওভারে নিজের বলে নিজে ক্যাচ ধরে রনি তালুকদারকে সাজঘরে ফেরান এই তরুণ। ২২ বলে ১৭ রান করেন রনি।

এরপর দৃশ্যপটে আসেন আফাগানিস্তান থেকে উড়ে আশা আসহার জাইদি। ১২তম ওভারের প্রথম দুই বলে সাব্বির রহমান এবং সেকুগে প্রসন্নকে ফেরান এর স্পিনার। পরের ওভারে নাদিফ চৌধুরীকে তুলে নেন এই আফগানী। ফলে ৫৮ রানেই সাত উইকেট হারিয়ে বসে বরিশাল।

এরপর শেষ দিকে দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন কেভিন কুপার। শেষ পর্যন্ত ১৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৯ রানে অল আউট হয় বরিশাল বুলস।

কুমিল্লার পক্ষে মাত্র ৮ রানে ৩টি উইকেট নেন নুয়ান কুলাসেকেরা। আসহার জাইদি ৩টি উইকেট পান ১৬ রানের বিনিময়ে। এছাড়া আবু হায়দার রনি পান ২টি উইকেট।

আরটি/এমআর