ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রানের পাহাড় গড়ছে পাকিস্তান

প্রকাশিত: ০২:১৪ পিএম, ১০ নভেম্বর ২০১৪

রানের পাহাড় গড়ছে পাকিস্তাননিউজিল্যান্ডের বিপক্ষে আবু ধাবি টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ছে পাকিস্তান। সোমবার ম্যাচের দ্বিতীয় দিনে আহমেদ শেহজাদ ও আজহার আলি ফিরে যাবার পর হাল ধরেছেন মিসবাহ-ইউনিস জুটি। শেষ খবর অনুযায়ী পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৫৩৩ রান। ইউনিস খান ৮৮ ও মিসবাহ-উল-হক ৮২ রান নিয়ে ব্যাট করছেন।

আগের দিনের করা ১ উইকেটে ২৬৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তানের ইনিংসকে আরো লম্বা করেন আহমেদ শেহজাদ ও আজহার আলি। প্রথম দিনে ১২৬ রানে অপরাজিত থাকা শেহজাদ শেষ পর্যন্ত ১৭৬ রান করে দুর্ভাগ্যজনক হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেণ। ৪৬ রানে অপরাজিত থাকা আজহার সেঞ্চুরির খুব কাছ থেকে ঘুরে আসেন। ৮৭ রান করে সোধির বলে আউট হন এ ব্যাটসম্যান।

প্রথমদিনে টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান ১ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেছিল। আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ ও আজহারের ব্যাটে প্রথম দিনটি পুরোপুরো নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। ইউনিস-মিসবাহর চতুর্থ উইকেটে ১৬০ রানের অবচ্ছিন্ন জুটিতে ‍দ্বিতীয় দিনও পুরোপুরি নিজেদের হতে চলেছে। বিশাল সংগ্রহের দিকে এগুচ্ছে পাকিস্তান।