ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস হেরে ব্যাট করছে চিটাগাং ভাইকিংস

প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৪ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় দিনের প্রথম খেলায় টস হেরে ব্যাট করছে চিটাগাং ভাইকিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত চিটাগাংয়ের সংগ্রহ ১ ওভার শেষে বিনা উইকেটে ১৩ রান।

চিটাগাং ভাইকিংস তাদের প্রথম একাদশে শ্রীলঙ্কান জীবন মেন্ডিসের পরিবর্তে আরেক লঙ্কান চামারা কাপুগেদেরাকে নিয়েছে। অপরদিকে কুমিল্লা ভিক্টরিয়ান্সে দুটি পরিবর্তন হয়েছে। আরিফুল হকের পরিবর্তে একাদশে ঢুকেছেন অলক কাপালি। এছাড়া ড্যারেন স্টিভেন্সের পরিবর্তে একাদশে এসেছেন আশার জাইদি।

নিজেদের প্রথম ম্যাচে ইনিংসের শেষ বলে হেরে যায় চট্টগ্রাম ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে সিলেট সুপার স্টারসকে ইনিংসে শেষ বলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তামিম ইকবালের দল। আজ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে চট্টগ্রাম।

অন্যদিকে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে বড় ধরনের হোঁচট খায়। ঢাকা ডাইনামাইটের বিপক্ষে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় মাশরাফি বিন মুর্তজার দল। যদিও স্বল্প পুঁজি নিয়েও ইনিংসের শেষ ওভার পর্যন্ত লড়াই করে হার মানে কুমিল্লা। ফলে দ্বিতীয় ম্যাচে জয় বড় প্রয়োজন মাশরাফিদের জন্য।

চিটাগাং ভাইকিংস :

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইয়াসির আলী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, মোহাম্মদ আমির, সাঈদ আজমল, তিলকারাত্নে দিলশান, চামারা কাপুগেদেরা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স :

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, অলক কাপালি, মাহমুদুল হাসান, আবু হায়দার,  সুনীল নারাইন, মারলন স্যামুয়েলস, ক্রিসমার সান্তোকি,  আশার জাইদি।

আরটি/এমআর