ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইনজুরি মুক্ত মেসি

প্রকাশিত: ০৭:১৭ এএম, ২৪ নভেম্বর ২০১৫

মেসি সমর্থকদের জন্য এবার সুসংবাদ হচ্ছে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বার্সা তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন বার্সা কোচ লুইস এনরিক। এর ফলে বার্সার পরের ম্যাচগুলোতে নিয়মিত একাদশেই দেখা যাবে মেসিকে।

এক সাক্ষাৎকারে এনরিক বলেন, মেসি নিজের পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছে। আর কোনো ইনজুরি সমস্যা নেই। ব্যাপারটি আমাদের জন্য আনন্দদায়ক। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে সে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছে। সামনের ম্যাচগুলোতে আমরা তার সেরাটা দেখতে মুখিয়ে আছি।

এর আগে গত সেপ্টেম্বরে হাঁটুর ইনজুরিতে পরেন লিওনেল মেসি। এরপর থেকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই ও বার্সার হয়ে মাঠে নামতে পারেননি তিনি। দীর্ঘদিন পর ২১ নভেম্বর মৌসুমের প্রথম লা লিগায় বদলী ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন লিও।

এমআর/এমএস