গোল্ডেন বুটের আরও কাছে মুলার
জেমস রদ্রিগেজ এগিয়ে রয়েছেন। সুযোগ রয়েছে থমাস মুলারেরও। সম্ভবনা রয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসিরও । ‘গোল্ডেন বুট’ এর লড়াই সীমাবদ্ধ রয়েছে এই তিন ফুটবলারের মধ্যেই। শেষ পর্যন্ত কে জিতবেন বিশ্বকাপের সেরা গোলদাতার পুরস্কার, তার উত্তর মিলবে রোববার রাতে জার্মানি-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ শেষে। তবে থমাস মুলার যদি এই পুরস্কার জিততে পারেন, তাহলে নতুন রেকর্ডের জন্ম দেবেন এই জার্মান ফরোয়ার্ড। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পরপর দুই আসরে ‘গোল্ডেন বুট’ জয়ের কৃতিত্ব দেখাবেন তিনি।
বিশ্বকাপের শুরু থেকে অর্থাৎ ১৯৩০ সাল থেকেই ‘গোল্ডেন বুট’ এর প্রচলন। সেরা গোলদাতার হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। সাধারণত আসরে যে ফুটবলারটি সর্বোচ্চ গোল দিয়ে থাকেন তার হাতেই শোভা পায় এই পুরস্কার। এর পরের জনের হাতে ওঠে ‘সিলভার বুট’ এবং এর পরের জনের হাতে শোভা পায় ‘ব্রোঞ্জ বুট’। তবে সর্বোচ্চ গোলদাতা যদি একাধিক ব্যক্তি হন, তাহলে গোলের পাশাপাশি দলের অন্যান্য গোলে কে কতটা সহায়তা (অ্যাসিস্ট) করেছেন সেই হিসাবেও গণনায় নেওয়া হয়। যিনি বেশি অ্যাসিস্ট করেছেন তাকেই দেওয়া হয় গোল্ডেন বুট। অপরজন সিলভার বুট পেয়ে থাকেন। তবে অ্যাসিস্ট সংখ্যাও যদি সমান হয় তাহলে যিনি কম ম্যাচ খেলেছেন তাকেই সেরা গোলদাতার পুরুস্কারটি দেওয়া হয়।
এবারের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো কলম্বিয়া। এর আগে ৬ গোল করে সেরা গোলদাতার শীর্ষ আসনটি দখলে রেখেছেন কলম্বিয়ান তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার জেমস রদ্রিগেজ। ৬ গোলের পাশাপাশি দলের ২টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। তবে রদ্রিগেজকে রবিবার রাতের ফাইনালে ছুঁয়ে ফেলা কিংবা অতিক্রম করার সুযোগ রয়েছে থমাস মুলারের।