ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিমের মা-বাবা তুলে গালি দেয়ার অভিযোগ সিলেটের মালিকের বিরুদ্ধে

প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ শুরু আগে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় ও চিটাগাং কিংসের অধিনায়ক তামিম ইকবালকে চরম অপমান করেছেন সিলেট সুপারস্টার্সের মালিক আজিজুল ইসলাম। এক পর্যায়ে তামিমের মা-বাবা তুলে অকথ্য ভাষায় গালাগালি করেন সিলেটের ক্লাবটির মালিক। ম্যাচ শেষে এমনটাই অভিযোগ করেছেন তামিম।

সোমবার বিপিএলের চতুর্থ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তামিম বলেন, “একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, ফ্র্যাঞ্চাইজিদের জাতীয় দলের ক্রিকেটারদের সম্মান করা উচিত। ফ্র্যাঞ্চাইজিদের পয়সা আছে তার মানে এই না যে জাতীয় দলের একজন খেলোয়াড়ের সঙ্গে ভিক্ষুকের মতো আচরণ করবে। আমি এখানে খেলতে এসেছি। আমার মা-বাবা, আমার পরিবারের ব্যাপারে গালি শুনতে আসিনি।”

ঘটনাবহুল এই দিনে শুরু থেকেই নানা নাটক তৈরি হয়। দিনের শুরুতে অনাপত্তিপত্র ছাড়া খেলোয়াড় খেলাতে চেয়েছিল সিলেট। বিসিবি বাধা দেয়ায় নির্ধারিত সময়ের ২৬ মিনিট পর মাঠে আসে সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিম। টসের আগে নিয়ম অনুযায়ী দলের একাদশের তালিকা প্রকাশ করতে হয়। সিলেট অধিনায়ক এবং ম্যানেজারের স্বাক্ষরবিহীন এক তালিকা প্রতিপক্ষকে দেয়। এরপর মাঠে তারা সে তালিকার বাইরে থাকা খেলোয়াড় নামায়। এই ঘটনার প্রতিবাদ করলে তামিমকে শুনতে হয়েছে অকথ্য গালিগালাজ।

ঘটনার সময় তামিম সতীর্থদের সঙ্গে বসেছিলেন। এমন সময় সিলেটের মালিক এসে তাকে গালিগালাজ করতে শুরু করে। এসময় তামিম বসে থাকায় তাকে দাঁড়িয়ে কথা বলতে বলেন আজিজুল। এ নিয়ে তামিম আরও বলেন, “আমি ওই মানুষটার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলাম। তাকে স্যার, স্যার, স্যার বলেও সম্মান করেছি। তিনি আমাকে বলেছিলেন দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে। আমি সেই কাজটিও করেছি। এরপর সে আমার পরিবার নিয়ে খুব বাজে মন্তব্য করে যেটা খুব অপ্রীতিকর।”

কে তাকে গালি দিয়েছে এটা তামিম সরাসরি না বললেও সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করেন আজিজুল আপনাকে গালি দিয়েছেন এই কথা বিসিবিকে জানিয়েছেন কি-না। তখন তামিম প্রতিবাদ করেননি এবং বিসিবিকে ঘটনাটি জানিয়েছেন বলে জানান।

“আমি তার নাম নিতে চাচ্ছি না। আপনারা তাকে দেখেছেন। আমি তাকে স্যার বলেও সম্বোধন করেছি। এর থেকে বেশি আমি তাকে সম্মান প্রদর্শন করতে পারি না। আমি বিশ্বাস করি আমি বিসিবির একটা পার্ট। বিসিবির ডিসিপ্লিন কমিটি অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ নেবে। আমাদের কীভাবে সম্মান দেবে সেটা নিয়ে ভাববে। তারা যদি আমাদের সঙ্গে ভিক্ষুকের মতো আচরণ শুরু করে তাহলে আমাদের খেলা ছেড়ে দেয়া উচিত।”

আরটি/বিএ