ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তারুণ্য ও অভিজ্ঞতায় লড়াকু দল ঢাকা ডায়নামাইটস

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

বিপিএলের গত দুই আসরে খেলোয়াড় সংগ্রহে ঢাকা গ্লাডিয়েটর্স ছিল সবার সেরা। আফ্রিদি, গেইল, সাকিবসহ ক্রিকেটের বড় বড় নাম ছিল তাদের দলে। বিপিএলের তৃতীয় আসরে ফ্র্যাঞ্চাইজি বদলের সঙ্গে বদলে গেছে দলের নাম। ঢাকা গ্লাডিয়েটর্স এখন ঢাকা ডায়নামাইটস। আর নাম বদলের সঙ্গে বদলে গেছে খেলোয়াড় সংগ্রহে বড় কোন চমক দেখানোও। টি-টোয়েন্টিতে ঝড় তোলার মত বড় কোন তারকা নেই ঢাকা ডায়নামাইটসে। তা স্বত্বেও তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার সমন্বয়ে লড়াকু দলই গড়েছে ডায়নামাইটস।

ব্যাটিংয়ে শ্রীলংকার ব্যাটিং কিংবদন্তী কুমার সাঙ্গাকারার পাশাপাশি বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তবে দলের মূল আকর্ষণ অভিষেকেই বিশ্ব মাতানো মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে পেস আক্রমণে নেতৃত্ব দেবেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান এবং সোহেল খান। স্পিন আক্রমণে থাকছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার পাকিস্তানের ইয়াসির শাহ। পাশাপাশি তিনি পাচ্ছেন দেশের দুই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল এবং নাবিল সামাদকে। দলে আছেন মিস্টার ফিনিসার খ্যাত অলরাউন্ডার নাসির হোসেন।

dhaka-dynamits

টি-টোয়েন্টি স্পেশালিষ্ট না থাকলেও দলটির ব্যাটিং অনেক শক্তিশালী। বিপিএলে শামসুর রহমান শুভর পারফরমেন্স চোখে পরার মত। আগের আসরে রংপুর রাইডার্সের দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই ডানহাতি। ১৪ ম্যাচ খেলে ৩৭.৫০ গড়ে ৪৫০ রান করেছেন তিনি। ওপেনিংয়ে তার সঙ্গে থাতে পারেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার নাসির জামশেদ। বিপিএলে এই পাকিস্তানীও আগের আসরে ঝড় তুলেছিলেন। টপ অর্ডারে আরেক পাকিস্তানি শাহজিব হাসানের সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। এই দুজনেরও সামর্থ্য রয়েছে ব্যাটে ঝড় তোলার। এছাড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিয়মিত খেলার অভিজ্ঞতাও আছে মালানের।

তবে দলটি এবার তাকিয়ে থাকবে শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারার উপর। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করেই অবসর নিয়েছেন সাঙ্গাকারা। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচও ছিলেন তিনি। অবসর নিলেও ক্রিকেটবিশ্ব জানে তার ক্ষমতা। ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে যে কোন দলকেই খুন করে ফেলতে পারেন এই লঙ্কান। মিডেল অর্ডারে সাঙ্গাকারার মত ব্যাটসম্যানের সঙ্গে রয়েছেন তরুণ তুর্কি উদীয়মান অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মেও রয়েছেন মোসাদ্দেক। ফার্স্ট ক্লাস ম্যাচে এবছরই করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও বাংলাদেশের মাঠে তার ব্যাটিং খুবই কার্যকরী ভূমিকা রাখবে।

এছাড়াও লোয়ার মিডেল অর্ডারে রয়েছেন জাতীয় দলের নিয়মিত পারফরমার নাসির হোসেন। ব্যাটিং কি বোলিং, ফর্মের তুঙ্গে রয়েছেন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি নিয়মিত বোলিং করছেন, উইকেটও পাচ্ছেন। তার অফস্পিন ম্যাচে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নাসিরের সঙ্গে আছেন সারা বিশ্বে ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম নেদারল্যান্ডসের অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট। ছোট দেশের এই বড় তারকা একাই পারেন ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএল দুটোতেই খেলার অভিজ্ঞতা আছে টেন ডেসকাটের।

তবে ডাইনামাইটসের তুরপের তাস হতে পারেন মুস্তাফিজুর রহমান। কাটার মুস্তাফিজ মাঠে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা ইতোমধ্যেই ক্রিকেটবিশ্ব ভালো ভাবে জেনে গেছে। টি-টোয়েন্টি অভিষেকেই ঝুলিতে নিয়েছেন আফ্রিদি-হাফিজদের মত পরীক্ষিত তারকাদের। ওয়ানডে অভিষেকে ভারতের মত বিশ্বসেরা বোলিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়েছেন এই তরুণ বাঁহাতি পেসার। তবে বিপিএলে সঙ্গে পাচ্ছেন পাকিস্তানের পেস বোলিং জুটি ইরফান ও সোহেল খানকে। দীর্ঘদেহী ইরফান টি-টোয়েন্টিতে দারুণ কার্যকরী বোলার।

dhaka-dynamits

স্পিন বিভাগে ডাইনামাইটস শিবিরে রয়েছেন দেশের দুই অভিজ্ঞ বাঁহাতি মোশাররফ হোসেন র“বেল এবং নাবিল সামাদ। দুজনেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার। তবে স্পিন আক্রমণে বড় ভূমিকা পালন করতে পাড়েন পাকিস্তানের ইয়াসির শাহ। চলতি মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন পাকিস্তানেরেই  লেগস্পিনার। তার অন্তর্ভুক্তি ডায়নামাইটসের বোলিং আক্রমণকেও করে তুলবে আরো বৈচিত্র্যময়।

তিন পেসারের সঙ্গে দলে আছেন  স্থানীয় দুই অলরাউন্ডার আবুল হাসান রাজু এবং ফরহাদ রেজা। জাতীয় দলের হয়ে তেমন আলো ছড়াতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে দুজনেই নিয়মিত পারফরমার। আর বিপিএল যেহেতু ঘরোয়া টুর্নামেন্ট সেক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারেন দুজনই।

দলে বেশকিছু অলরাউন্ডারের উপস্থিতি বোলিং বৈচিত্র্য বাড়াবে ডাইনামাইটসের। তেমনি তারা পাবে লম্বা ব্যাটিং লাইনআপ। সৈকত আলী ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সফল। উদীয়মান উইকেটরক্ষ ইরফান শুক্কুর খেলতে পারেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেও।

ঢাকা ডায়নামাইটস দল : নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন র“বেল, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, ফরহাদ রেজা, নাবিল সামাদ, আবুল হাসান রাজু, ইরফান শুক্কুর, কুমার সাঙ্গাকারা, সোহেল খান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, শাহজিব হাসান, মোহাম্মদ ইরফান, রায়ান টেন ডেসকাট, ডেভিড মালান।

আরটি/এমআর/পিআর