ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্ল্যাটার-প্লাতিনির আপিল বাতিল

প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২১ নভেম্বর ২০১৫

ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও সহ-সভাপতি মিচেল প্লাতিনির দুর্নীতির দায়ে ফুটবল থেকে ৯০ দিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে বিশ্বফুটবলের গভর্নিং বডির আপিল কমিটি। ফলে আপাতত নিষিদ্ধই থাকছেন এই দুই প্রভাবশালী ব্যক্তি।

৭৯ বছর বয়সী ব্ল্যাটারের বিপক্ষে ফিফার বিরুদ্ধে যায় এবং প্লাতিনির অনুকূলে কাজ করে এমন চুক্তিপত্রে স্বাক্ষর করার অভিযোগ উঠে। যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করেন ব্ল্যাটার।
ব্ল্যাটারের মতো প্লাতিনিও এই অভিযোগ অস্বীকার করেন এবং এই দুজন বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস’ এ আপিল করেন। বুধবার সেই আপিল খারিজ করে দেয় সর্বোচ্চ ক্রীড়া আদালত।

এদিকে আপিল খারিজ করে দেয়ার ফলে প্লাতিনির ফিফা সভাপতি হওয়ার স্বপ্নও শেষ হয়ে গেল। আপিল খারিজ হয়ে যাওয়ায় তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে ফিফা সভাপতি পদে লড়তে পারবেন না।

উল্লেখ্য, গত অক্টোবরে দুর্নীতির দায়ে তদন্তের মুখে সেপ ব্ল্যাটার ও মিচেল প্লাতিনিকে ৯০ দিনের জন্য বরখাস্ত করে ফিফার নৈতিকতা কমিটি।

এমআর/এমএস