সুয়ারেস জাদুতে বার্সার জয়
পিছিয়ে পড়েও আলমেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সালোনা। গতকাল শনিবার রাতে আলমেরিয়ার মাঠে বার্সার জয়ের নায়ক ছিলেন লুইস সুয়ারেস। নেইমার ও জরদি আলবার করা ২টি গোলেই অবদান রাখেন উরুগুয়ের এই তারকা।
আলমেরিয়ার বিপক্ষে আলবার গোল। সুয়ারেসের ক্রস থেকে পাওয়া বলে পা লাগিয়ে গোলটি করেন তিনি।
সুয়ারেস ও নেইমার ছাড়াই খেলতে নামে বার্সালোনা। মুনির এল হাদ্দাদি ও পেদ্রোকে নিয়ে মাঠে নামেন মেসি। তবে শুরুর দিকে ভালো কোনো আক্রমণ করতে পারেননি তারা।
খেলা শুরুর ২৮ মিনিটের মাথায় গোলের সহজতম সুযোগ নষ্ট করেন মেসি। মুনির এল হাদ্দাদির ক্রসে রাকিতিচের হেড ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। তবে ফিরতি বল ফাঁকা জায়গায় পেয়েও ব্যর্থ হন মেসি।
৩৭ মিনিটে এগিয়ে যায় আলমেরিয়া। তাদের সীমানায় মেসির কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে পাল্টা আক্রমণ থেকে গোল করে স্বাগতিকরা। আলমেরিয়ার পক্ষে গোলটি করেন থিয়েভি বিফুমা। বল পায়ে নিয়ে দ্রুত প্রতিপক্ষের জালে হামলা করেন তিনি।
জয়সূচক গোলের পর জয়ের নায়ক সুয়ারেসের সঙ্গে গোলদাতা নেইমার ও আলবা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির সঙ্গে যোগ দেন সুয়ারেস ও নেইমার। ৬১ মিনিটে আবারও ক্রসবারে লেগে গোল বঞ্চিত হয় বার্সা।
৭২ মিনিটে সুয়ারেসের পাস থেকে বল পেয়ে গোল করেন নেইমার। লা-লিগার চলতি মৌসুমে নেইমারের ১০ম গোল এটি। এরপর সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন সুয়ারেস। এরপর ৭৯ মিনিটে মেসির হেড করা বল আবারও আলমেরিয়ার গোলপোস্টে লেগে ফিরে যায়। ৮২ মিনিটের সুয়ারেসের ক্রসে পা লাগিয়ে জয়সূচক গোলটি করেন জরদি আলবা।