ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মিয়ানমারের কাছে বাংলাদেশের হার

প্রকাশিত: ০২:১৬ পিএম, ২০ নভেম্বর ২০১৫

হারের বৃত্ত থেকে যেন বের হতে পারছে না বাংলাদেশ। তাজিকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৪-০ গোলে হার বাংলাদেশের। এবার মিয়ানমারের কাছেও ৩-২ গোলে হারলো মামুনুলরা।

শুক্রবার চীনের ইয়োহান প্রদেশে ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। রায়হান হাসানের লং থ্রো থেকে নাবিব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় লাল সবুজরা (১-০)। তবে প্রথমার্ধের শেষ মিনিটে অং মিং তিং ম্যাচে সমতা আনেন (১-১)।

দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফেরে বাংলাদেশ। ৫৬ মিনিটে অধিনায়ক মামুনুল ইসলাম গোল করে দলকে ফের এগিয়ে দেন (২-১)। ৭০ মিনিটে জামাল ভূঁইয়ার বদলী মাঠে নামানো হয় জনিকে। ৭১ মিনিটে ফের ম্যাচে সমতা ফেরান মিয়ানমারের অং অং ডো (২-২)। ম্যাচের ৮০তম মিনিটে থিহা অং গোল করলে এবার এগিয়ে যায় মিয়ানমারই (৩-২)। শেষে এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ানমার। রোববার চীনের লিজিয়ান দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

এমআর/পিআর