ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জার্মানির বুন্দেসলিগায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

আজ (শুক্রবার) বুন্দেসলিগায় হামবুর্গ দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে। কিন্তু তার আগে নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি নিয়ে বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। হ্যানোভারে বোমাতঙ্কে জার্মান বনাম নেদারল্যান্ডের প্রীতি ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পর এখন বুন্দেসলিগায় নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে জোর আলোচনা শুরু হয়েছে।

যদিও বুন্দেসলিগা প্রধান জানিয়েছেন, এখানে বাড়াবাড়ির কিছু নেই। এমনিতেই বুন্দেসলিগা ম্যাচগুলোতে সতর্কতা অবলম্বন করা হয়। গেলসেকারচেনের ৭৯ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে যখন শালকে আতিথেয়তা দেবে তখনও একই ধরনের সতকর্তই অবলম্বন করা হবে।

কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে বোমাতঙ্কে যখন নেদারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচটি জার্মান সরকার বাতিল করেছে তখন নিরাপত্তা নিয়ে জার্মান ফুটবলে গুজব উঠতেই পারে। প্যারিসে গত শুক্রবার সিরিজ হামলার সময় প্যারিসে ফ্রান্সের বিপক্ষে মাঠে ছিল জার্মানরাই।

শুক্রবারসহ সপ্তাহের সবকটি ম্যাচেই এ কারণে বাড়তি সশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জার্মান ফুটবল লিগও জানিয়েছে, নিরাপত্তাই এই মুহূর্তে তাদের সর্বোচ্চ গুরুত্বের বিষয়। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকেও সমর্থকদের উদ্দেশে বলা হয়েছে, অন্য সময়ের তুলনায় তারা যেন বাড়তি সতর্ক থাকে। মাঠে কোনো ধরনের দাহ্য পদার্থ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ম্যাচ শুরু হওয়ার আগে প্যারিসে হামলার শিকার সাধারণ জনগণের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। খেলোয়াড়রাও হাতে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবেন।

বিএ