ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়াল-বার্সা ম্যাচে ব্যাপক নিরাপত্তা

প্রকাশিত: ১১:০৯ এএম, ১৯ নভেম্বর ২০১৫

প্যারিসে জঙ্গি হামলার কথা মাথা রেখে এবার স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনো ম্যাচে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

স্পেনের নিরাপত্তা বিষয়ক স্বরাষ্ট্র উপমন্ত্রী সেক্রেটারি ফ্রান্সিসকো মার্টিনেজ বিষয়টি নিশ্চিত করে জানান, ম্যাচের দিন মাঠে অতিরিক্ত পুলিশ সদস্য রাখা হবে ।বুধবার ক্রীড়া ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ২১ নভেম্বর (শনিবার) লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

CLASSICO
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে মার্তিনেস বলেন, প্রায় এক হাজার পুলিশ থাকবে, যা স্বাভাবিক সময়ে এ ধরনের ম্যাচের জন্য থাকা পুলিশের দ্বিগুণ। এছাড়াও  এক হাজার চারশ’ বেসরকারি নিরাপত্তারক্ষী থাকবে। এর সঙ্গে থাকবে নগর পুলিশ।

সন্ত্রাসী হামলার আশঙ্কায় স্পেনে উচ্চ পর্যায়ের সতর্কতা জারি রয়েছে। এই অবস্থায় রিয়াল আর বার্সেলোনার ম্যাচটি স্বাভাবিকভাবে শেষ করতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানান মার্তিনেস।
 
সম্প্রতি ফ্রান্সে ভয়াবহ জঙ্গি হামলা চালায় সন্ত্রাসীরা। সে সময় প্যারিসে ফ্রান্স ও জার্মানির মধ্যকার প্রীতি ম্যাচ চলছিল। অবশ্য স্টেডিয়ামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বিঘ্নেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পগবা-মাতুইদিরা।

ভয়ঙ্কার এ হামলায় ১৩০ জনের বেশি মানুষ মারা যান। বিশ্বকে স্তব্ধ করে দেওয়া মর্মান্তিক ঘটনার প্রভাব পড়ে আন্তর্জাতিক ম্যাচের সূচিতে। ক’দিন আগেই স্বাগতিক বেলজিয়ামের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়।

জেডএইচ/আরআইপি