ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দলগত পারফরমেন্সে চোখ নাফিসের

প্রকাশিত: ১০:১৪ এএম, ১৮ নভেম্বর ২০১৫

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই বড় তারকা খেলছেন বরিশাল বুলসের হয়ে। তাই স্বাভাবিকভাবেই তার কাছে দলের প্রত্যাশাটা অনেক। কিন্তু টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক শাহরিয়ার নাফিস কারো ব্যক্তিগত পারফরমেন্স নয় দল হিসাবে ভালো খেলতে চান।

নাফিসের মতে একা একজন ভালো খেললে দল আশানুরূপ ফলাফল করতে পারবে না। সফল্যের জন্য পুরো দলের সবাইকেই ভালো পারফরমেন্স করতে হবে। এ বিষয়ে বলেন, `আলহামদুলিল্লাহ দুই বছর পর আবার বিপিএল শুরু হতে যাচ্ছে। আমাদের দলে বেশ ভালো খেলোয়াড় পেয়েছি। আমরা সপ্তাহ খানেক অনুশীলন করেছি, কিছু ম্যাচ অনুশীলনও পেয়েছি। আজকে (বুধবার) মিরপুরে অনুশীলন শুরু করলাম। আমরা দলগত পারফরমেন্সে মনোযোগ দিচ্ছি। কারণ টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে বল এবং ব্যাটে সবাই অবদান না রাখতে পারলে স্বপক্ষে ফলাফল পাওয়া খুব কঠিন। আমাদের টার্গেট থাকবে সবাই মিলে যাতে পারফর্ম করতে পারি।`

ক্রিস গেইলের উপর নিজের কতটুকু প্রত্যাশা এমনটা জানতে চাইলে নাফিস বলেন, `ক্রিস গেইল অনেক বড় একটা নাম। তবুও আমরা যদি এগারো জন খেলোয়াড় পারফর্ম না করি তাহলে দল জয় পাবে না। আমরা শুধুমাত্র বিদেশিদের উপর নির্ভর করতে চাই না। আমরা যদি চ্যাম্পিয়ন হতে চাই এবং যে কোন দল চ্যাম্পিয়ন হতে চাইলে লোকাল খেলোয়াড়দের পারফর্ম করতে হবে। আমাদের লোকাল খেলোয়াড়েরা সবাই ভালো আছে, ফিট আছে এবং ফর্মে আছে। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি পাশাপাশি বিদেশিরাও যদি তাদের সেরা দিতে পারে তাহলে আমরা আমাদের চাহিদা অনুযায়ী ফলাফল করতে পারবো।`

দলের সিনিয়র খেলোয়াড় হিসাবে নিজের দায়িত্ব নিয়ে সচেতন এক সময়ের নিয়মিত জাতীয় দলের এই তারকা। সিনিয়র জুনিয়র সবাই মিলেই দায়িত্ব নিয়ে দলকে আস্থার প্রতিদান দিতে চান তিনি। ক্রিকেট খেলায় সিনিয়র জুনিয়র সবারই দায়িত্ব থাকে। চেষ্টা করবো বরিশাল বুলস আমাকে তাদের দলে নিয়েছে, তাদের আস্থার প্রতিদান দিতে এবং নিয়মিত পারফর্ম করতে।

২৩ নভেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করছে বরিশাল বুলস। সে ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে টুর্নামেন্টে এগিয়ে যেতে চান নাফিস। এ বিষয়ে বলেন, `বরিশাল বুলসের প্রথম ম্যাচ রংপুর রাইডার্সের সঙ্গে, অবশ্যই চাইবো একটা ভালো সূচনা, জয় দিয়ে সূচনা। তাহলে আমাদের দলটা আরও আত্মবিশ্বাসী হবে।`

আরটি/এমআর/পিআর