ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রীতি ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-ফ্রান্স

প্রকাশিত: ০৬:৩২ এএম, ১৭ নভেম্বর ২০১৫

শোক কাটিয়ে প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে ফ্রান্স ফুটবল দল। শুক্রবার মধ্য রাতের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ডের সাথে ফ্রান্সের আসন্ন প্রীতি ম্যাচটি প্রত্যাহারের প্রস্তাব এসেছিল। তবে ইংল্যান্ডের সে প্রস্তাবকে ফিরিয়ে দিয়ে দিয়িয়ার দেশামের শিষ্যরা জানায়, প্রীতি ম্যাচ খেলতে প্রস্তুত আছে লেস ব্লুজরা।

ফ্রান্স ফুটবল দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ডের কোচ রয় হজসন। এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বর্বরোচিত এ ঘটনার প্রতিবাদে, ফুটবল বিশ্বের একতার বহিঃপ্রকাশ হবে বলেও মন্তব্য করেন তিনি।

১৩ নভেম্বর মধ্যরাতে প্যারিসের বিভিন্ন স্থানে হামলার অন্যতম টার্গেট ছিলো স্তাদি-দে ফ্রান্সও। তবে এ কারণে বিঘ্নিত হয়নি তখনকার জার্মান-ফ্রান্সের প্রীতি ম্যাচ, নির্ধারিত সময়েই শেষ হয় খেলা।

ফুটবলারদের অনেক প্রিয়জনেরা নৃশংস এ হামলার শিকার হন। তাই তাদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে মঙ্গলবারে প্রীতি ম্যাচটি বাতিল করার প্রস্তাব করে ইংল্যান্ড। তবে এ প্রস্তাবকে নাকচ করে ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে যেতে, প্রস্তুত আছে বলে জানায় ২৩ জনের ফরাসি স্কোয়াড।

এমআর/পিআর