ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুস্থ আছেন ম্যারাডোনা

প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৭ নভেম্বর ২০১৫

গ্যাসট্রিক বাইপাস অপারেশন শেষে সুস্থ আছেন দিয়েগো ম্যারাডোনা। গতকাল মিডিয়াকে এমনটি জানিয়েছেন ম্যারাডোনার শল্য চিকিৎসক কার্লোস ফিলিপে চাউস। তবে পুরোপুরি সেরে উঠতে তাকে আরও ১২ দিন হাসপাতালে থাকতে হবে।

ভেনিজুয়েলার মারাকাইবো হাসপাতালে ম্যারাডোনার অপারেশন শেষে ফিলিপে চাউস বলেন, তিনি (ম্যারাডেনা) হাঁটাচলা করছেন। মানসিকভাবেও তাকে দৃঢ় দেখাচ্ছে।

ভেনিজুয়েলার সমাজবাদী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর  সঙ্গে গভীর বন্ধুত্ব আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার। ম্যারাডোনাকে ফিফা সভাপতি হিসেবে দেখতে চান বলে সম্প্রতি খোলামেলা মন্তব্য করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো।

১৯৮৬’র চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যারাডোনার নেতৃত্বে ফাইনালে পৌঁছে পরের বিশ্বকাপেও। তবে ইতালিতে ফাইনালে জার্মানির বিপক্ষে বিতর্কিত পেনাল্টি গোলে আর্জেন্টিনার হার শেষে কান্না ঝরে ম্যারাডোনা ও তার ভক্তসমর্থকদের। মাদকাসক্তি ও নানা বিতর্ক নিয়ে ম্যারাডোনা খবরের শিরোনাম হচ্ছিলেন খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পরও। ২০০০ সালে কোকেন ওভারডোজে হৃদ-আক্রান্ত ম্যারাডোনা ফিরে আসেন মৃত্যুর মুখ থেকে।  

এমআর/পিআর