ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইসিসির সন্দেহর তালিকায় জিম্বাবুয়ের ওয়ালার

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৮ নভেম্বর ২০১৪

আইসিসির সন্দেহভাজক বোলিং অ্যাকশনের তালিকায় সর্বশেষ সংযোজন জিম্বাবুয়ের অফ স্পিানর ম্যাকলম ওয়ালার। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। পরবর্তী ২১ দিনের মধ্যে তাকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে বলা হয়েছে। তবে পরীক্ষার প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত তিনি বল করতে পারবেন।

ওয়ালার বর্তমানে জিম্বাবুয়ে দলের সঙ্গে বাংলাদেশ সফর করছেন। খুলনা টেস্টে তিনি বাংলাদেশের বিপক্ষে বল করেন। বল হাতে দুই ইনিংসে তিনি ৬ উইকেট নিয়েছেন। খুলনা টেস্টের সময় তার বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট করে ম্যাচ অফিসিয়ালস। শুক্রবার সেই রিপোর্ট জিম্বাবুয়ে ক্রিকেট দলের ম্যানেজার মুফারো চিতুরুমানির কাছে হস্তান্তর করা হয়।

গতো মাসে বাংলাদেশের সোহাগ গাজীর সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন জিম্বাবুয়ের প্রসপার উতসেয়াও। উতসেয়ার পর আইসিসির কুনজরে পড়লেন ৩০ বছর বয়সী ওয়ালার। সোহাগ গাজী ও উতসোয়ার আগে নিষিদ্ধ হন পাকিস্তানের সাঈদ আজমল। তারও আগে নিষিদ্ধ হন শ্রীলঙ্কার সচিত্র সেনানায়েকে, ওয়েস্ট ইন্ডিজের শেন শিলিংফোর্ড ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।