শেষ ওভার নিজের মতোই করেছেন নাসির
শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৮ রান। এমন সময় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বল তুলে দেন নাসির হোসেনের হাতে। দলের সেরা বোলারদের দিয়ে আগেই বল করিয়ে ফেলায় শেষ ওভারে বাধ্য হয়েছিলেন তাকে দিয়ে বল করাতে। তবে নাসিরকে নির্দিষ্ট কোনো কিছু বলে দেননি তিনি। পুরোটাই ছেড়ে দিয়েছিলেন তার হাতে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসির প্রসঙ্গে মাশরাফি বলেন, “নাসিরকে আমি আসলে কিছুই বলি নাই। ওই সময় আর অপশন ছিল না। হয়তো বা রিয়াদ ছিল। ওকে বলেছিলাম রিলাক্স থেকেই বল করতে। স্বাভাবিকভাবে যেভাবে বল করে সেভাবেই করতে। এইসব জায়গায় ও আগে বল করেনি। এটা ওর জন্য নতুন। ও যা পারে তাই করতে বলেছিলাম।”
শেষ দিকে বল করতে এসে অনেকটা জোড়ের উপর বল করছিলেন নাসির। তাকে এভাবে বল করতে বলা হয়েছে কি-না এমন প্রশ্নে মাশরাফি আরও বলেন, “হ্যাঁ, নাসির জোরে বল করছিল। এটা পুরোটাই ওর উপর ছেড়ে দিয়েছিলাম। এইসব জায়গায় বোলিং করতে ও নিয়মিত না। ওর যেভাবে মন চায় সেভাবেই করতে বলেছিলাম। ও ভালো বোলার আমি সবসময়ই বিশ্বাস করি।”
তবে ব্যাটিং করে মাত্র ১৩৫ রানকে এই উইকেটে কম বলে উল্লখে করেছেন মাশরাফি। ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়ে মাশরাফি আরও বলেন, “উইকেটটা ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না; তার মানে এই না যে ১৩৫। ১৫০ ভালো স্কোর। আমরা দল হিসেবে খুবই বাজে খেলেছি।”
আরটি/বিএ