ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শহীদের বোলিং নৈপুণ্যে জিম্বাবুয়েকে হারালো ‘এ’ দল

প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১২ নভেম্বর ২০১৫

পেসার মোহাম্মদ শহীদের বোলিং নৈপুণ্যে জিম্বাবুয়ে সফরে আন-অফিসিয়াল চারদিনের ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম আন-অফিসিয়াল ম্যাচে বাংলাদেশ ১৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে ‘এ’ দলকে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়েকে জয়ের জন্য ১৪৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সেই রান তাড়া করতে গিয়ে শহীদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে। ফলে ১৭৫ মিনিট ক্রিজে থেকে ৩৯ দশমিক ৫ ওভারে ব্যাট করে ১২৯ রানেই অলআউট হয় স্বাগতিকরা।

ফলে দারুণ এক জয়ের স্বাদ পায় বাংলাদেশ ‘এ’ দল। সফরকারীদের পক্ষে শহীদ ৫, সাকলাইন সজীব ৩ উইকেট নেন। প্রথম ইনিংসেও ৩ উইকেট নিয়েছেন শহীদ।

প্রথম ইনিংসে ২৬৮ ও দ্বিতীয় ইনিংসে ২১১ রান করে বাংলাদেশ ‘এ’ দল। আর প্রথম ইনিংসে ৩৩৬ ও দ্বিতীয় ইনিংসে ১২৯ রান করে জিম্বাবুয়ে ‘এ’ দল।

বিএ