ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সবই আল্লাহর ইচ্ছা : মুস্তাফিজ

প্রকাশিত: ১০:৩৬ এএম, ১০ নভেম্বর ২০১৫

ইতোমধ্যে জিম্বাবুয়েকে ২-০ তে হারিয়ে দেশের মাটিতে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ। এই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু। সামনে আবার একটি হোয়াইটওয়াশের হাতছানি। তবে দলের অন্যতম সেরা তারকা নবীন মুস্তাফিজ মনে করছেন নিজেদের চেষ্টার সঙ্গে যদি আল্লাহ চায় তবেই হোয়াইটওয়াশ সম্ভব।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুস্তাফিজ বলেন, ‘সবই আল্লাহর ইচ্ছা’। আর আমাদের চেষ্টা আছে। দেখি আশা আছে। আমাদের শুরুটা ভালো হইসে, চেষ্টা করবো শেষটাও ভালো করার।’

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সময় পার বাংলাদেশ। গত তিনটি সিরিজ জয়ের সাক্ষী বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার মুস্তাফিজ। সামনে থেকে দলের জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। তাই স্বাভাবিক ভালো লাগার অনুভূতি জানিয়ে বলেন, ‘তিনটা সিরিজ জয়, ভালো লাগারই কথা যেহেতু আমি এই তিনটা সিরিজে ছিলাম, দলের পারফরমেন্সে আমিও খুশি আমার সতীর্থরাও খুশি।’

প্রথম ম্যাচে কোন উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে এসে কাঙ্ক্ষিত উইকেটের দেখা পেয়েছেন। নিজের বোলিং নিয়ে বলেন, ‘সব সময়ই চেষ্টা থাকে ভালো করার। একটা বোলার প্রত্যেক ম্যাচে উইকেট পাবে না। সব সময়ই উইকেট পাওয়া কঠিন। ব্যাটসম্যান ভুল না করলে উইকেট পাওয়া আরও কঠিন।’

দুই ম্যাচেই দাপটের সঙ্গে জয় পেয়েও জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের খাটো করে দেখতে নারাজ এই পেসার। যেহেতু একটা দলের জাতীয় দলের হয়ে খেলতে এসেছেন তাদের সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর বলে জানালেন তিনি। দলের সবাই এটা জানেন এবং নিজেদেরকে সেরাটা দিয়েই শেষ ম্যাচ জিততে হবে বলে উল্লেখ করলেন টাইগারদের উদীয়মান এই তারকা।

আরটি/এমআর/আরআইপি