ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলে দলের মালিক হচ্ছেন ধোনি

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১০ নভেম্বর ২০১৫

দুর্নীতি ও ফিক্সিং কেলেঙ্কারিতে পড়ে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। এর ফলে আগামী আসরে যোগ হচ্ছে নতুন দুটি দল। আইপিএলের নতুন মৌসুমের জন্য দল কিনতে চান মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলে একটি দল কিনতে ‘বেজ প্রাইজ’  ধরা হয় ৪০ কোটি রুপি। ধোনি বিসিসিআইকে জানিয়েছেন, এই ‘বেজ প্রাইজ’ পরিশোধ করে একটি দল কেনার আর্থিক সামর্থ্য তার আছে।

এ ব্যাপারে বিসিসিআইয়ের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইপিএলে দল কিনতে ধোনিকে সমর্থন দিচ্ছে মিত্তাল গ্রুপসহ রাঁচিভিত্তিক বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান।

এ ছাড়া ভারতের বিখ্যাত ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিডিওকন ও জেএসডাব্লিউ স্টিলের মতো করপোরেট হাউসের সঙ্গেও ধোনির ভালো সম্পর্ক আছে। ফলে তাদেরও পাশে পাবেন ধোনি।  

এমআর/পিআর