রংপুর রাইডার্সের জার্সির স্পন্সর স্বত্ব পেলো বিবিএস কেবলস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের জার্সি স্পন্সরের স্বত্ব পেয়েছে দেশের কেবল কোম্পানি বিবিএস কেবল। এ উপলক্ষে রোববার রাজধানীর গুলশানে রংপুর রাইডার্সের কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা রফিকুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিবিএস কেবলসের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, পরিচালক ইঞ্জিনিয়ার মোর্শেদ চৌধুরী ও ইঞ্জিনিয়ার রুহুল মজিদ উপস্থিত ছিলেন।
রংপুর রাইডার্সের এই পথ চলায় সঙ্গী হতে পেরে উচ্ছ্বসিত বিবিএস কেবলস। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান বিবিএস কেবলস। রংপুর রাইডার্স বিপিএলের আগের দু আসরেও সম্পৃক্ত ছিল ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। বিপিএলের পাশাপাশি দেশের খেলাধুলার উন্নয়নেও বিবিএস কাজ করতে চায় বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
বিপিএলের প্লেয়ার বাই চয়েজ– লটারিতে সাকিব আল হাসানসহ দেশি-বিদেশি বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। এছাড়া দলটি ব্যাটিং শক্তি বৃদ্ধি করতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হককে দলে ভিড়িয়েছে।
আরটি/একে/পিআর