ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সোমবারই সিরিজ নিশ্চিত করতে চান তামিম

প্রকাশিত: ১১:২০ এএম, ০৮ নভেম্বর ২০১৫

প্রথম ম্যাচে দারুণ জয় দিয়ে প্রাণ আপ সিরিজে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই চলতি বছরে সবগুলো সিরিজ শতভাগ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ। তাই সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চান বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, আমরা রেকর্ড নিয়ে কিছু ভাবছিনা। প্রথম ম্যাচটা আমাদের জন্য একটু ভাবনার বিষয় ছিল। কারণ যে কোন দল প্রথম ম্যাচ জিতলে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা সেটা ভালো ভাবে পার করতে পেরেছি। আশা করি কালকের (সোমবারের) ম্যাচটাও ভালো ভাবে জিতবো।

প্রথম ম্যাচ সহজ ভাবে জিতেছে বলে পরের ম্যাচ হালকা নেবার সুযোগ দেখছেন না তামিম। তাই দ্বিতীয় ম্যাচেও একই রকম সিরিয়াস হয়েই মাঠে নামবেন। আর নিজেদের শতভাগ উজাড় করে দিয়েই ম্যাচ জিতবেন বলে আশা করছেন তামিম। আর এর জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস প্রথম ম্যাচ থেকেই পেয়েছেন বলে জানান এই দেশ সেরা ওপেনার।

তবে সিরিজ জয়ের আগে তামিম চান নিজেদের প্রসেস ঠিক রাখতে। তার মতে নিজেদের প্রসেস ঠিক থাকলে সামনে যে দলই হোক জিততে পারবেন। এ বিষয়ে তামিম বলেন, কালকের ম্যাচ জিততে চাই, এটা জিতলেই স্বাভাবিকভাবেই সিরিজ জিতে যাব। তবে তার আগে আমি চাই আমাদের প্রসেস ঠিক রাখতে। যে পরিকল্পনায় আমরা বল খেলি বা বল করি সেটা ঠিক রাখতে চাই।

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নামবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ।

আরটি/এমআর
 

আরও পড়ুন