ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:১০ এএম, ০৭ নভেম্বর ২০১৫

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ ওভার শেষে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ১ রান।  তামিম ইকবাল ১ আর লিটন দাস ০ রান নিয়ে ব্যাট করছে।

সম্প্রতি টাইগারদের পারফরম্যান্সের ধারে-কাছে নেই জিম্বাবুয়ে। কিন্তু, ক্রিকেট বড়ই বৈচিত্র্যময়। প্রস্তুতি ম্যাচেই সেই সতর্কবাণী দিয়েছে অতিথিরা। তাই সচেতন স্বাগতিকরা। তবে, কোন ছাড় না। জয়ের নেশায় রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াইয়ের মঞ্চে নামবে বাংলাদেশ।

এদিকে সৌম্য সরকারের ইনজুরির কবলে পড়ায় তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামছেন লিটন দাস। তিন পেসার নিয়ে খেলায় দলে ফিরেছেন পেসার আল-আমিন হোসেন। স্বাভাবিক ভাবেই বেড়েছে পেসার কামরুল ইসলাম রাব্বির অপেক্ষা। দলে রয়েছেন তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমান। স্পিনার হিসাবে সাকিবের সঙ্গে রয়েছেন আরাফাত সানি।

বাংলাদেশের একাদশ:
মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস,মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী আল আমিন হোসেন  ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা,  টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রিচমন্ড মুতুমবামি, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস।

আরটি/এমআর/এমএস

আরও পড়ুন