ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৩ এএম, ০৬ নভেম্বর ২০১৪

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ দিনের পঞ্চম ওভারেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত করেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডারের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন হ্যামিলটন মাসাকাদজা।

আগের দিন ১৫৪ রান করা মাসাকাদজা চতুর্থ দিনে ৪ রান যোগ করে ১৫৮ রানে সাজঘরে ফিরেন। ক্যারিয়ারের এটি তার সর্বোচ্চ রানের ইনিংস।

সাকিবের সেই ওভারে আরেকটি উইকেট পেতে পারতেন। মাসাকাদজার পরিবর্তে ব্যাটিংয়ে আসা ওয়ালার পঞ্চম বলে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন। কিন্তু ক্যাচটি ছেড়ে দেন পেসার শাহাদাত হোসেন।

তবে ওয়ালারকে বেশিক্ষণ টিকতে দেননি সাকিব। ব্যাক্তিগত ৬ রানে সাকিবের বলে মুশফিকের হাতে ক্যাচ দেন ওয়ালার। এটি সাকিবের পঞ্চম উইকেট। এ নিয়ে ১৩ বার পাঁচ উইকেট পেলেন সাকিব। এবং জিম্বুাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন।

পরের ওভারে রুবেলের বলে ফিরতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন চাতারা। একই ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ দেন নাতসাই এমশ্যাংউই।

ক্রিজে ব্যাটিং করছেন রেগিস চাকাবা ও পানিয়াঙ্গারা। ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৫৯ রান। বাংলাদেশের থেকে এখনো ৮১ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।

এর আগে টসে জিতে বাংলাদেশ ৪৩৩ রান করে। শতক হাঁকান তামিম ইকবাল (১০৯) ও সাকিব আল হাসান (১৩৭)। ৫৬ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে।