ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আন্তর্জাতিক জুনিয়র টেনিসের ফাইনালে ডাচ লড়াই

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

ওয়ালটন ২৯তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপের বালিকা এককের ফাইনালে উঠেছেন দুই ডাচ খেলোয়াড় ট্রাং লিন এবং ট্রাং দেমী। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের এদিন বালক এককের সেমিতে ওঠেন সুনিশ, হাজেম সাওয়া, জিগতিয়ানি ও সোমানি।

বালিকা এককে নেদারল্যান্ডের ট্রাং লিন ৬-৪ ও ৭-৫ গেমে অস্ট্রেলিয়ার মায়েস লিজা কে এবং নেদারল্যান্ডের ট্রাং দেমী ৬-৭, ৬-৩ ও ৬-০ গেমে শ্রীলংকার করুনারত্নেকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

বালক এককে ভারতের সুনিশ ৬-৩ ও ৬-৪ চাইনিজ তাইপের সু ইয়ুন হিসানকে, ভারতের জিগতিয়ানি ৬-৩ ও ৬-২ গেমে ভারতের মহাদেভান অর্জনকে, সিরিয়ার হাজেম সাওয়া ৬-১ ও ৬-১ গেমে ভারতের ধাহিয়াকে এবং ভারতের সোমানি ৬-৩, ৩-৬ ও ৬-২ গেমে ভারতের পাতেলকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।

বালক দ্বৈত প্রতিযোগিতায় ভারতের সোমানি ও সুনিশ জুটি ৬-২ ও ৬-২ গেমে ভারতের গুপ্ত ও শ্রীভাসতাভা জুটিকে, ভারতের অমিত ও পাতেল জুটি ৬-১ ও ৬-২ গেমে কোরিয়ার কিম ও চাইনিজ তাইপের লো জুটিকে, হংকং এর হো ও চাইনিজ তাইপের সু জুটি ৭-৬ ও ৬-৩ গেমে ভারতের নানিয়া ও সেনথিলকুমার জুটিকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।

বালক দ্বৈতের অপর খেলায় বাংলাদেশের রানা ও কাউসার আলীর বিপক্ষে ওয়াকওভার পেয়ে ভারতের সানিল ও দাহিয়া জুটি সেমি-ফাইনালে উন্নীত হয়। শারিরিক অসুস্থতার জন্য রানা ম্যাচ খেলতে পারেনি।

বালিকা দ্বৈতে শ্রীলংকার করুনারত্নে ও ভারতের রাসমিকা রাজন জুটি ৬-০ ও ৭-৫ গেমে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার লিজা ও ফিলিপাইনের অং মারিয়া জুটিকে এবং চাইনিজ তাইপের চ্যাং ইয়ুন ও চ্যাং লি জুটি ৩-৬, ৬-৪, (১০/৭) গেমে প্রতিপক্ষ নেদারল্যান্ডের ট্রাং দেমি ও ট্রাং লিয়ান জুটিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

শুক্রবার সকাল ৯ টায় বালক এককের সেমি-ফাইনাল এবং বিকাল ৩ টায় বালক দ্বৈতের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরটি/এএইচ