প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্রথম নারী ব্যাডমিন্টন টুর্নামেন্ট
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ফানুশ নারী ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
গ্রেটার ডিট্রয়েটের প্রবাসী বাংলাদেশি নারী খেলোয়াড়দের সমন্বয়ে এ টুর্নামেন্ট ছিল বেশ প্রাণবন্ত।
টুর্নামেন্টের আয়োজন নিয়ে মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
তবে করোনাভাইরাসের কারণে খেলোয়াড়, তাদের পরিবার ও আয়োজক ছাড়া সাধারণ দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।
আয়োজনের স্পন্সর করেছেন বাংলাদেশি আমেরিকান রিয়েলেটর জাহেদ জিয়া। টুর্নামেন্টটি আয়োজন করেছে মিশিগানে বাংলাদেশিদের নাট্য সংগঠন ফানুশ।
১১ অক্টোবর বিকেল ৫টায় রাজ্যের ওয়ারেন নগরীর অ্যাথলেটিক স্পোর্টস কমপ্লেক্সে এ আয়োজনের পর্দা উঠে।
টুর্নামেন্টে অংশ নেন- সুরভী বনিক, সালমা রহমান মুমু, নাঈমা হোসাইন, ফারিয়া তাসনিম, সোহেলি সাথী, মাশরু ফাতুল জান্নাত, ফারজানা রহমান সানিয়া, ফাতিমা ফাহিম রাদিয়া, বুশরা চৌধুরী, নুসরাত নওরিন পায়েল, হাজেরা মিলি, ও তৃশা সাহা।
ফানুশের এ প্রথম আয়োজনে চ্যাম্পিয়ন হন বুশরা চৌধুরী ও তৃশা সাহার জুটি, রানার আপ হন নুসরাত নওরিন পায়েল ও হাজেরা মিলি জুটি।
এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন ফানুশ নাট্য সংগঠনের শাওন চৌধুরী, আমিন শরফুজ্জামান, ফাহিম আহমেদ, দেবাঞ্জন দীপ ও সাদিয়া নাসরিন। পুরো টুর্নামেন্টের রেফারী হিসাবে ছিলেন ইমরান নূর ও এএম রামিম।
এমআরএম