ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ১০:০৫ এএম, ০৫ নভেম্বর ২০১৫

ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার জোড়া সেঞ্চুরিতে গ্যাবা নামে পরিচিতি ব্রিসবেন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৩৮৯ রান। উসমান খাজা ১০২ ও স্টিভেন স্মিথ ৪১ রানে অপরাজিত আছেন। ডেভিড ওয়ার্নার ১৬৩ ও জো বার্নস ৭১ রান করে আউট হয়েছেন।   

বৃহস্পতিবার ব্রিসবেন ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ওয়ার্নার ও বার্নস। এই দুজনের ব্যাটে লাঞ্চের আগে ২৫ ওভারে ১০০ রান তোলে স্বাগতিকরা। ব্যক্তিগত ৭১ রানে বার্নস টিম সাউদির বলে বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে ফিরলেও উসমান খাজার সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার।  দ্বিতীয় উইকেটে খাজার সঙ্গে ১৫০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৬৩ রানে বিদায় নেন ওয়ার্নার।
 
ওয়ার্নারের বিদায়ের পর খাজার সঙ্গে যোগ দেন স্মিথ। দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন খাজা। ট্রেন্ট বোল্টের বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন ২৮ বছর বয়সি এই বাঁহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত স্মিথের সঙ্গে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলাও শেষ করেন ১০২ রানে অপরাজিত থাকা খাজা।

এমআর/আরআইপি