ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিসিবির হঠাৎ ছন্দপতন

প্রকাশিত: ০৫:২৮ এএম, ০৫ নভেম্বর ২০১৫

দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সূচনাটা দুর্দান্ত সূচনা করেছিল বিসিবি একাদশ। ক্রেমারের ঘূর্ণিতে পড়ে দ্রুত চার উইকেট হারিয়ে হঠাৎই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির সংগ্রহ ৩২ ওভারে চার উইকেট হারিয়ে ১৬০ রান।

১৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান করেছিল টাইগাররা। ইমরুল কায়েস ও এনামুল হক বিজয় দারুণ ব্যাট করে দলকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছিলেন। কিন্তু ক্রেমারের বলে ইমরুল কায়েস বিদায় নিলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি।

দুই ওপেনার ইমরুল কায়েস ৫৬ ও এনামুল হক বিজয় ৫২ রান করে আউট হয়েছেন। এরপর লিটন দাস ২৫ রান করেন। এদিনও ব্যর্থ হয়েছেন জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান (৩)।

এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
বিসিবি একাদশ দলটির নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া এ দলে আছেন জাতীয় দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান রুম্মান। তবে বড় চমক হিসেবে দলে আছেন শাহরিয়ার নাফিস।  

আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ।

বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শাহরিয়ার নাফিস আহমেদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি মারুফ, জুবায়ের হোসেন লিখন, সাঞ্জামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম, তৌহিদুল ইসলাম রাসেল।

আরটি/এমআর/পিআর

আরও পড়ুন