ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পঞ্চম গ্রুপের খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

ওয়ালটন ২৯তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপস ২০১৫ এর পঞ্চম গ্রুপের খেলা বুধবার অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায়, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) এর অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট।

বালিকা এককে অস্ট্রেলিয়ার মায়েস লিজা ৭-৬ ও ৬-১ গেমে চায়নার হু জিয়াও ওয়েইকে, নেদারল্যান্ডের ট্রাং লিন ৬-১ ও ৬-৩ গেমে চায়নার ইয়াং জিং জিংকে, নেদারল্যান্ডের ট্রাং দেমি ৬-২ ও ৬-১ গেমে চায়নার জাও হাইবোকে এবং শ্রীলঙ্কার করুণারত্নে ৬-১ ও ৬-০ গেমে ফিলিপাইনের অংকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়েছেন।

বালক এককে ভারতের সুনিশ ৬-১ ও ৬-৪ গেমে ভারতের নায়না মোহাম্মদকে,  চাইনিজ তাইপের সু ইয়ুন হিসান ৬-৪, ৬-৭ ও ৬-১ গেমে ভারতের শ্রীবাস্তবকে, ভারতের জিগতিয়ানি ৬-৪ ও ৬-১ গেমে চাইনিজ তাইপের হিসু টিকে,  ভারতের মহাদেভান অর্জন ৭-৫ ও ৬-৩ গেমে চাইনিজ তাইপের কো ই হিসানকে, ভারতের ধাহিয়া ৬-০ ও ৭-৬ গেমে চাইনিজ তাইপের লো ই জুইকে, সিরিয়ার হাজেম সাওয়া ৬-০ ও ৬-৩ গেমে চাইনিজ তাইপের ওয়েন ইউ কাইকে, ভারতের পাতেল ৬-৪ ও ৬-২ গেমে চাইনার হি জিয়াওকে, এবং ভারতের সোমানি ৬-১ ও৬-০ গেমে চাইনিজ তাইপের চিওকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন।

বালক দ্বৈতের দ্বিতীয় রাউন্ডের ৮টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশের কাউসার আলী ও রানা জুটি ৬-৭ ও ৭-৫(১০/৮) গেমে প্রতিপক্ষ চাইনিজ তাইপের চু ওয়েই টিং ও হিসু টিং হাও জুটিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছেন।

ভারতের সোমানি ও সুনিশ জুটি ৬-২ ও ৬-২ গেমে চাইনিজ তাইপের কু ও ওয়েং জুটিকে, কোরিয়ার কিম ও চাইনিজ তাইপের লো জুটি ৬-০ ও ৬-৪ গেমে ভারতের মেহরা ও তেজাভি জুটিকে, ভারতের অমিত ও পাতেল জুটি ৬-৪ ও ৬-২ গেমে সিরিয়ার হাজেম ও করিম জুটিকে, ভারতের সানিল ও দাহিয়া জুটি ৬-৩ ও ৬-৪ গেমে যুক্তরাজ্যের আহমেদ ও চায়নার জিয়াও জুটিকে, ভারতের নানিয়া ও সেনথিলকুমার জুটি ৬-৪ ও ৬-৪ গেমে ভারতের যাদব ও সাথিয়ানারায়ন জুটিকে এবং হংকং এর হো ও চাইনিজ তাইপের সু জুটি ৭-৬ ও ৬-৩ গেমে ভারতের অর্জন ও প্রাসাদ জুটিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

বৃহস্পতিবার সকাল ৯টায় বালক এককের কোয়ার্টার ফাইনাল, বেলা ১০টায় বালিকা এককের সেমি-ফাইনাল, বেলা সাড়ে ১২টায় বালক দ্বৈতের কোয়ার্টার ফাইনাল এবং বেলা দেড়টায় বালকা দ্বৈতের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরটি/বিএ