ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেভিয়ার বিপক্ষে ম্যানসিটির জয়

প্রকাশিত: ০৬:১১ এএম, ০৪ নভেম্বর ২০১৫

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেভিয়ার বিপক্ষে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সেভিয়ার মাঠে ফিরতি লেগের ম্যাচটি ৩-১ গোলে জয় পেয়েছে সিটি। আর এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল।

শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকা সিটি প্রথম গোলের দেখা পায় অষ্টম মিনিটে। ফের্নানদিনিয়োর দারুণ রক্ষণচেরা পাস পেয়ে দুরের পোস্ট ঘেষে কোনাকুনি শটে বল জালে জড়ান স্টার্লিং। তিন মিনিট পরে খেলার ১১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন ফার্নান্দিনহো। বনির ভাসিয়ে তোলা বলে হেড করে গোল করেন তিনি।

ম্যাচের ২৫ মিনিটের কোকের অ্যাসিস্ট থেকে হেড করেন গোল করে ব্যবধান কমান সেভিয়ার ত্রেমোলিনাস। তবে ম্যাচের ৩৬ মিনিটে আরেকবার এগিয়ে যায় ম্যানসিটি। সিটিজেনদের হয়ে তৃতীয় গোলটি করেন বনি। গঞ্জালেজের অ্যাসিস্ট থেকে সেভিয়ার ডিফেন্স চিড়ে জোরালো শটে গোল করেন বনি।

দ্বিতীয়ার্ধেও স্টার্লিংয়ের গতিময় ফুটবলে সেভিয়ার রক্ষণে চাপ ধরে রাখে সিটি। বেশ কিছু সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ফের্নানদিনিয়ো ও বোনি। বাকি সময়েও আর কোনো গোল না হওয়ায় সহজ জয়ের আনন্দে মাঠ ছাড়ে সিটি।

এমআর/আরআইপি