দিন শেষে ১০২ রানে পিছিয়ে জিম্বাবুয়ে
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাসাকাদজার সেঞ্চুরিতে দারুণ একটি দিন পার করেছে জিম্বাবুয়ে। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৩১ রান। পিছিয়ে রয়েছে ১০২ রানে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিন এক উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছিল জিম্বাবুয়ে। তৃতীয় দিন খেলতে নামার পর শুরুতেই অতিথি শিবিরের ওপর আঘাত হেনেছেন বোলার তাইজুল। ব্যক্তিগত ২৫ রানে তাইজুলের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ব্রায়ান চারি। আগের দিন সিকান্দার রাজাকেও আউট করেছিলেন তিনি।
দুর্দান্ত খেলতে থাকা অতিথি অধিনায়ক ব্রেন্ডন টেলরকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন সাকিব আল হাসান। তার বলে ব্যক্তিগত ৩৭ রানে মুমিনুল হকের কাছে ক্যাচ দিয়েছেন টেলর। টেলর পর সাকিবের দ্বিতীয় শিকার হয়েছেন ক্রেইগ আরভিন (১৭ রান)। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। সাকিবের তৃতীয় শিকার হয়েছেন এল্টন চিগুম্বুরা (১)। সাকিবের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিযেছেন তিনি। ক্রিজে রয়েছেন মাসাকাদজা (১৫৪ রান) ও চাকাভা (৭৫)
এর আগে প্রথম ইনিংসে ৪৩৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৩ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।