ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারও স্থগিত দ.আফ্রিকা নারী ক্রিকেট দলের সফর

প্রকাশিত: ০২:৫৭ এএম, ০৩ নভেম্বর ২০১৫

অজানা কারণে হঠাৎ করেই বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। মঙ্গলবার নভেম্বর ঢাকায় আসার কথা ছিল তাদের। বিসিবিকে এই তথ্য জানিয়ে দিয়েছে সিএসএ।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, তারা আমাদের নারী ক্রিকেট দলের ঢাকায় না আসার কথা জানিয়ে দিয়েছে। তবে কেন তারা সফরে আসছে না সে ব্যাপারে কোনো কিছুই জানায়নি।

ধারণা করা হচ্ছে সম্প্রতি ঢাকায় একজন প্রকাশককে হত্যা এবং অপর আরেকজন প্রকাশক ও লেখকসহ কয়েকজনের ওপর নৃশংস হামলার ঘটনার কারণেই প্রোটিয়ারা দ্বিতীয়বারের মতো তাদের নারী দলের বাংলাদেশ সফর স্থগিত করলো। এর আগে গত মাসের শুরুও দিকে প্রথমবার প্রোটিয়া নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করার ঘোষণা দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জনান, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের কাছে নিরাপত্তা প্ল্যান চেয়েছিল। কিন্তু নারী দলের জন্য আলাদা কোন প্ল্যান না থাকায় সেটা সিএসএকে দেয়া যায়নি। যে কারণে আপাতত সফর স্থগিত করে সিএসএ।

আরটি/আরএস/এমএস