কুমিল্লাকে সাফল্যের শীর্ষে দেখতে চান সালাহ্উদ্দিন
বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে সাফল্যের শীর্ষে নিতে চান হেড কোচ মোহাম্মদ সালাহ্উদ্দিন। রোববার আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব নেওয়ার পর একথা জানান বাংলাদেশের জনপ্রিয় এই কোচ।
২২ অক্টোবর প্লেয়ার ড্রাফট শেষে কর্মস্থল মালয়েশিয়া ফিরে যাওয়ার পর আবার দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেন তিনি। রোববার আইকন খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা, দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট, টিম অফিশিয়ালস্ এবং ভিক্টোরিয়ানস কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন তিনি। পরে আনুষ্ঠানিক কোচের দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ সালাহ্উদ্দিন।
দায়িত্ব গ্রহণ করার পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাহ্ উদ্দিন জানান, এবারের আসরের নতুন ফ্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানসের দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে। নতুন একটি দলের দায়িত্ব নেওয়া কিছুটা চ্যালেঞ্জের। ভিক্টোরিয়ানস দল হিসেবে অনেক শক্তিশালী। আমি প্লেয়ার বাই চয়েজের মাধ্যমে যাদের নেওয়ার সুযোগ পেয়েছি, তাদের মধ্যে সেরা খেলোয়াড়দেরই চয়েজ করেছি। তারুণ্য নির্ভর দলটিতে বর্তমান সময়ের বেশকিছু ভাল খেলোয়াড় ছাড়াও বেশকিছু অভিজ্ঞ খেলোয়ারও রয়েছে। দেশি-বিদেশিদের সমন্বয়ও খারাপ হবে না। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে আমরা রিপ্লেস করার অনেক সুযোগ পাব। আর সবাই পেশাদার খেলোয়াড়, সবাই জানে তার কাজটা কি?
মাশরাফিকে পেয়ে উচ্ছ্বসিত সালা্উদ্দিন আরও জানান, দলের সবচেয়ে শক্তির জায়গা মাশরাফি বিন মুর্তজা। আইকন খেলোয়াড় হিসেবে তাকে দলে পাওয়া দারুণ একটা ব্যাপার। মাশরাফি শুধু অধিনায়কই নয়, দলের জন্যে একজন সিনিয়ার খেলোয়াড় হিসেবে দলের মধ্যে সবসময় বড় ভূমিকা রাখতে পারে। মাশরাফির উপস্থিতি দলের অন্য খেলোয়াড়দের সবসময় অনুপ্রেরণা যোগাবে।
সব বিভাগে নিজের শক্তিমত্তা নিয়ে বলেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং যাই বলেন না কেন, টি-টোয়েন্টিতে সববিভাগই গুরুত্বপূর্ণ। আমাদের ভিক্টোরিয়নস টিমের সব জায়গাতেই যথেষ্ট ভারসাম্য রয়েছে। এখন মাঠে ভাল খেলতে হবে। ৬-৭ নভেম্বর থেকে যে খেলোয়াড়দের পাব, তাদেরকে নিয়ে অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে। আর জিম্বাবুয়ে সিরিজ শেষে পুরো দমে সবাইকে নিয়ে কাজ করতে পারব।
আরটি/একে