লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল
চলতি মাসের শুরু ও শেষটা এক বিন্দুতে মিলিয়ে রাখল ইংলিশ ক্লাব আর্সেনাল। মাসের ১ তারিখে চেলসিকে হারিয়ে তারা জিতেছিল এফএ কাপের শিরোপা। আর মাসের শেষে এসে লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে জিতল কমিউনিটি শিল্ডের ট্রফি।
শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ও এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনালের মধ্যকার হওয়া কমিউনিটি শিল্ডের ফাইনাল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন ছিল ১-১। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জিতেছে আর্সেনাল।
কমিউনিটি শিল্ডে শনিবারের আগে তিনবার মুখোমুখি হয়েছিল লিভারপুল ও আর্সেনাল। যেখানে দুইবার লিভারপুল (১৯৭৯ ও ১৯৮৯) ও আর্সেনাল জিতেছিল একবার (২০০২)। এবার এটিকে সমান ২-২ করে নিলো গানাররা। সবমিলিয়ে আর্সেনালের এটি ১৬তম কমিউনিটি শিল্ড শিরোপা। সর্বোচ্চ ২১ বার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবার রাতের ম্যাচে মাত্র ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন পিয়েরে অ্যামেরিক আউবেমেয়াং। বুয়াকো সাকার বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের দারুণ শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান পুরো ম্যাচে দুর্দান্ত খেলা আউবেয়াং। অন্যদিকে নিজেদের হারিয়ে খুঁজছিলেন মোহামেদ সালাহ, সাদিও মানেরা।
দ্বিতীয়ার্ধে লিভারপুলের পক্ষে সমতাসূচক গোলটি করেন তাকুমি মিনামিনো। তার আগে সহজ এক সুযোগ নষ্ট করেছিলেন সাদিও মানে। মিনামিনোর এ গোলেই খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে লক্ষ্যভেদ করেন আর্সেনালের সবাই। কিন্তু ক্রসবারে লেগে বাইরে চলে যায় লিভারপুলের রিয়ান ব্রিয়াস্টারের শট। ফলে শিরোপা চলে যায় আর্সেনালের ঘরে।
এসএএস/পিআর