জুনিয়র এশিয়া কাপ হকির বয়স নিয়ে সুখবর আসছে
বয়সজনিত জটিলতার কারণে অধিনায়ক আশরাফুল ইসলামসহ ৯ জন অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে খেলতে পারবেন না; শুক্রবার এ খবর প্রকাশের পরই এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা।
করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি ২০২০ সাল থেকে ২০২১ সালে চলে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। যাতে সবচেয়ে বড় ক্ষতির শঙ্কা বাংলাদেশের। যে ৯ জনের বয়স ২১ এর বেশি হয়ে যাবে তাদের মধ্যে অন্তত ৫ জন একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
বাংলাদেশ হকি ফেডারেশনের দুই সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার ও সাজেদ আকিল আহমেদ আদেল এশিয়ান হকি ফেডারেশনেরও সদস্য। এই দুইজনের পাশপাশি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও অনূর্ধ্ব-২১ দলের কোচ মামুনুর রশীদও যোগাযোগ করতে থাকেন এশিয়ান হকি ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে।
তাতে একটা সুখবরের আভাস দিয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের হেড অব ন্যাশনাল অ্যাসোসিয়েশন রিলেশন এবং ম্যানেজার কোচিং অ্যান্ড ডেভেলপমেন্ট গুলাম গাউস। তিনি জানিয়েছেন, টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) খেলোয়াড়দের বয়সের বিষয়ে বিশেষ অনুমতি দিতে যাচ্ছে।
এর আগে এশিয়ান হকি ফেডারেশন জানিয়েছিল, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাদের বয়স ২১ বছরের মধ্যে থাকবে তারা ২০২১ সালের মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট খেলতে পারবে। এ বিধিতে বাদ পড়েন আশরাফুল-মাহাবুবসহ বাংলাদেশের ৯ খেলোয়াড়।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছ থেকে বিশেষ যে অনুমতি পাচ্ছে এশিয়ান হকি ফেডারেশন, তাতে ১৯৯৯ সালের ১ জানুয়ারির পর যাদের জন্ম তারা ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য এশিয়ান অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে খেলতে পারবেন।
এশিয়ান হকি ফেডারেশনের হেড অব ন্যাশনাল অ্যাসোসিয়েশন রিলেশন এবং ম্যানেজার কোচিং অ্যান্ড ডেভেলপমেন্ট গুলাম গাউস বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাদের মৌখিকভাবে জানিয়েছেন, ‘খেলোয়াড়দের বয়সের বিষয়ে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিশেষ অনুমতি দিতে যাচ্ছে। তাতে আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে তারাই খেলতে পারবেন যাদের জন্ম ১৯৯৯ সালের ১ জানুয়ারির পর।’
খেলোয়াড়দের বয়সে ছাড় দেয়া সম্পর্কিত আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) এই বিশেষ অনুমতির বিষয়টি এখনও বাংলাদেশ হকি ফেডারেশনরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি এশিয়ান হকি ফেডারেশন। এ বিষয়ে গুলাম গাউসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেছেন, ‘এশিয়ান হকি ফেডারেশনের অফিসে আশুরার ছুটি চলছে। ছুটি শেষ হলে জুনিয়র এশিয়া কাপ নিয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত করে আগামী সপ্তাহে অফিসিয়ালি জানিয়ে দেয়া হবে অংশগ্রহণকারী দেশগুলোকে।’
বয়সের বিষয়ে বিশেষ ছাড় দিলে টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন বাংলাদেশ নৌবাহিনীর ডিফেন্ডার আশরাফুল ইসলাম (সর্বশেষ অধিনায়ক), ফরোয়ার্ড মোহাম্মদ মাহাবুব হোসেন, ঢাকা জেলার মিডফিল্ডার নাঈম উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর মিডফিল্ডার ফজলে রাব্বী, ঢাকা জেলার ডিফেন্ডার খালেদ মাহমুদ রাকিন, কিশোরগঞ্জের মিডফিল্ডার আল নাহিয়ান শুভ, বাংলাদেশ বিমানবাহিনীর মিডফিল্ডার নাজমুল হাসান মৃদুল, মিডফিল্ডার রাজু আহমেদ তপু ও ফরোয়ার্ড আশরাফুল আলম।
গত ৪ থেকে ১২ জুন হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। কিন্তু করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল টুর্নামেন্ট। এশিয়ান হকি ফেডারেশন নতুন তারিখ নির্ধারণ করেছে আগামী বছর ২১ থেকে ৩০ জানুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্টের টাইটেল কিনেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশসহ ১০ দল। অন্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান, চাইনিজ তাইপে ও ওমান।
আরআই/এসএএস/এমএস