ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারও ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে আনন্দিত `প্রাণ`

প্রকাশিত: ০৭:২৬ এএম, ০১ নভেম্বর ২০১৫

দেশের ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দ্বিতীয় বারের মতো প্রাণ-আরএফএল গ্রুপ যুক্ত হতে পেরে আনন্দিত। এভাবেই প্রাণ-আপ জিম্বাবুয়ে সিরিজে টাইটেল স্পন্সর হয়ে হয়ে আনন্দের কথা জানাচ্ছিলেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক-ডিএমডি আহসান খান চৌধুরী।

রোববার রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে মিডিয়া সেন্টারে প্রাণ-আপ সিরিজ-২০১৫ এর লোগো উন্মোচন ও টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে কথা বলছিলেন আহসান খান চৌধুরী।  

DMD-Sir

আহসান খান চৌধুরী বলেন, ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমাদের যুক্ত হতে সুযোগ দেয়ার জন্য। আমরা আনন্দিত। প্রাণ এদেশের মানুষের প্রতিষ্ঠান। বিশ্বের বুকে একটি পরিচিত নাম, যেন বিশ্বে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে চলছে। প্রাণ বাংলাদেশি প্রথম কোম্পানী হিসেবে বহুজাতিক কোম্পানীর গৌরব অর্জন করতে চায়। একইভাবে বাংলাদেশের ক্রিকেটও উন্নতি করছে।

তিনি আরও বলেন, বিশ্বের ১১৮টি দেশে আমাদের পণ্য যাচ্ছে। একদিন মানুষ জানতে চাইত, আমরা পারব কিনা। আমরা পেরেছি। আজ সিরিজের টাইটেল স্পন্সর ব্র্যান্ড প্রাণ আপ ৩৫টি দেশে যাচ্ছে।

DMD-Sir

আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশের টাইগাররা ভালো খেলছে। আশা করি, এই সিরিজটি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সুফল নিয়ে আসবে।

এ সময় আহসান খান চৌধুরী প্রাণ-আরএফএল গ্রুপের পাশে থাকতে দেশবাসীকে অনুরোধ করেন। যাতে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে একই ভাবে থাকতে পারে।

এসএ/এমআর/এমএস

আরও পড়ুন