ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেইমারের সমালোচনায় পেলে

প্রকাশিত: ০৬:৩০ এএম, ০১ নভেম্বর ২০১৫

বিশ্ব ফুটবলের কালো মানিক খ্যাত ব্রাজিলের কিংবদন্তি পেলে সম্প্রতি সময়ে ফুটবলের প্রতিভাবান খেলোয়াড় নেইমারের কড়া সমালোচনা করেছেন। বার্সেলোনা ফরোয়ার্ডের খেলায় কেশ কিছু ঘাটতি আছে বলে মনে করেন তিনি।
 
প্লাকার ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাতকারে পেলে বলেন, নেইমার সব সময় আক্রমণভাগে খেলে, সামনে খেলাই ওর কাজ। কিন্তু ও সুসংগঠিত না, খেলার মধ্যে পেছনে আর নামতে দেখা যায় না। তবে ও ভবিষ্যতে আরো পরিণত হবে। ও অনেকের চাইতে আলাদা, এমনকি ব্রাজিল জাতীয় দলে প্রধান কুশলী নেইমার।

নেইমারের সমালোচনায় পেলে আরও বলেন, ১৯৫০ সালের ব্রাজিল দলের খেলোয়াড় ভালটার ভাসকোনসেলোস নেইমার থেকে দশগুণ ভালো খেলোয়াড় ছিলেন বলে মনে করেন তিনি।

এমআর/এমএস