এশিয়ান হ্যান্ডবলের প্রতিষ্ঠাবার্ষিকীর ভিডিওতে বাংলাদেশের ডালিয়া
১৯৭৪ সালের ২৬ আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন। প্রতিবছর এই দিনে সংস্থাটি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকে নানা আয়োজনের মাধ্যমে।
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন একটি ভিডিও তৈরি করেছে। যেখানে এশিয়ার হ্যান্ডবলের উল্লেখযোগ্য কার্যক্রম ও আকর্ষণীয় ম্যাচের ক্লিপ অন্তর্ভুক্ত করা হয়েছে। ঐ ডিভিওতে রাখা হয়েছে বাংলাদেশের ডালিয়া আক্তারের একটি অ্যাকশন ক্লিপ।
২০১৬ সালে ভারতের গুয়াহাটিতে এসএ গেমস হ্যান্ডবলের সেমিফাইনালে নেপালের বিপক্ষে ম্যাচের একটি দৃশ্য আছে ওই ভিডিওতে। যেখানে নেপালি খেলোয়াড়দের পেছনে ফেলে আক্রমণে যাচ্ছেন ডালিয়া। এই ভিডিও ক্লিপটি টুইট করেছে এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন।
গুয়াহাটির ঐ ম্যাচে বাংলাদেশের মেয়েরা নেপালকে হারিয়ে উঠেছিল গেমস হ্যান্ডবলের ফাইনালে। ফাইনালে ভারতের কাছে হেরে রৌপ্য নিয়ে ফিরেছিলেন ডালিয়ারা।
এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের জন্মদিনে তৈরি ভিডিওতে বাংলাদেশের ম্যাচের একটি দৃশ্য রাখাতে দারুণ খুশি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও সিনিয়র খেলোয়াড় ডালিয়া আক্তার।
এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেন, ‘আমাদের হ্যান্ডবলের জন্য ভালো সম্মান এটা। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের নিশ্চয়ই আমাদের খেলা ভালো লেগেছে। হ্যান্ডবলে বড় বড় দেশ আছে। সেখানে বাংলাদেশের ম্যাচের একটি অংশ তাদের অফিসিয়াল ভিডিওতে দিয়েছে। এটা বাংলাদেশের, বাংলাদেশের হ্যান্ডবলের জন্য অনেক বড় সম্মানের। আমি এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সাফল্য কামনা করছি।’
এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের অফিসিয়াল ভিডিওতে নিজের ছবি দেখে অবাক ডালিয়া আক্তার বলেন, ‘সকালে ভারতীয় একজন কোচ আমার ম্যাসেঞ্জারে ভিডিওটি দিয়ে বললেন, ‘এখানে তুমি আছো।’ সত্যি আমি অবাক হয়েছি এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের জন্মদিনে তৈরি অফিসিয়াল ভিডিওতে আমার ছবি দেখে। এটা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমি নিজেকে গর্বিত মনে করি। পাশাপাশি বাংলাদেশের হ্যান্ডবলের জন্যও দারুণ একটা সম্মান। ভিডিওতে এশিয়ার বড় বড় দেশের খেলোয়াড়দের অ্যাকশন ক্লিপ দেয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল বাংলাদেশ ও নেপালের ম্যাচটির ক্লিপ আছে। যেখানে হাইলাইট করা হয়েছে আমাকে।’
26 Aug 1974
— Asian Handball Federation (@Ahf__official) August 25, 2020
Asian Handball Day pic.twitter.com/8l5PhK5Byz
আরআই/এসএএস/জেআইএম