ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানের কাছে ভারতের দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০৫:২৭ এএম, ৩০ অক্টোবর ২০১৫

অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পিসিবি’র মিডিয়া অপারেশনসের পরিচালক আমজাদ হোসেন।

এ সম্পর্কে পিসিবি’র মিডিয়া অপারেশনসের পরিচালক আমজাদ হোসেন বলেন, আমরা একটা চিঠি পেয়েছি, সেখানে অক্টোবরের ১৯ তারিখে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত।

পিসিবির কাছে লেখা চিঠিতে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর মুম্বাইয়ের কলঙ্কজনক ঘটনার জন্য এই দুঃখ প্রকাশ করেন। বিসিসিআই সভাপতি চিঠিতে আরও জানিয়েছেন, ভারত সরকারকে পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে বোর্ড থেকে একটি চিঠি দেয়া হয়েছে, পরবর্তীতে এই সিরিজের ভাগ্য জানানো হবে।

এর আগে, অক্টোবরের ১৯ তারিখ শিবসেনার পাকিস্তান বিরোধী আন্দোলনের মুখে বাতিল হয় বিসিসিআই ও পিসিবি সভাপতির বৈঠক। কথা ছিলো, পরের দিন পিসিবি সভাপতির সঙ্গে বসবেন অনুরাগ ঠাকুর ও রাজীব শুক্লা। কিন্তু সেদিন অনুরাগ ঠাকুরও বৈঠক স্থগিত করেন।

এমআর/আরআইপি