ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু

প্রকাশিত: ০৪:০০ এএম, ২৯ অক্টোবর ২০১৫

বিশ্বকাপ বাছাই পর্বে তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বেলা ১১টায় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করেন ফুটবলাররা।

তবে চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট চলায় রিপোর্ট করতে পারেননি, জাতীয় দলের অধিকাংশ ফুটবলারই। এ প্রসঙ্গে ম্যানেজার বাবু বলেন, শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্ট চলায় যারা চট্টগ্রাম আছেন, তারা ৩০ তারিখ ফাইনাল ম্যাচের পর ১ তারিখ ক্যাম্পে যোগ দিবেন।

এদিকে, সুইডেন থেকে জোসেফ নূর রহমান নামে একজন ট্রায়াল দিতে এসেছে। দেশটির দ্বিতীয় বিভাগে খেলা এই ফরোয়ার্ড যদি উতরে যান তবে তাকে চুড়ান্ত দলে নেয়া হবে।

তাজিকিস্তানের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলতে ৯ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৩ তারিখ ম্যাচ খেলে ১৪ নভেম্বর ঢাকা ফিরবে ফ্যাবিও লোপেজের শিষ্যরা। আর ১৪ নভেম্বর ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া। ১৭ নভেম্বর ঢাকায় সকারুরাদের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

এমআর/এমএস