ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইন ভঙ্গের কারণে আর্সেনালের জরিমানা

প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৮ অক্টোবর ২০১৫

সাউদাম্পটন থেকে সেন্ট্রাল ডিফেন্ডার ক্যালুম চেম্বারসকে দলে ভেড়ানোর সময় এফএ’র দলবদলের আইন ভঙ্গের অভিযোগে প্রিমিয়ার লিগের জায়ান্ট আর্সেনালকে ৬০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। ফুটবল এসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

একই সাথে এই দলবদলের সাথে জড়িত এজেন্ট এ্যালান মিডলটনকে ৩০ হাজার পাউন্ড জরিমানা ও তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। গত জুলাইতে চেম্বারস সেইন্ট থেকে গানার্সদের দলে যোগ দেন। কিন্তু তখন তার দলবদলের অর্থের পরিমান প্রকাশ করা হয়নি। বিভিন্ন সূত্রমতে জানা গেছে তার ট্রান্সফার ফি ছিল ১১ মিলিয়ন পাউন্ড।

এফএ’র বিবৃতিতে মূলত মিডলটনের বিপক্ষে অবৈধ এজেন্টের অভিযোগ ছিল। এফএ’র তালিকায় তিনি স্বীকৃত এজেন্ট নন। তবে আর্সেনালের পক্ষ থেকে বলা হয়েছে দলবদলে তারা কোন ধরনের অবৈধ এজেন্টের সাথে জড়িত ছিলেন না।

এমআর/আরআইপি