ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্প্যানিশ লিগে থাকছেন না মেসি-নেইমার!

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২৮ অক্টোবর ২০১৫

দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য লড়াই করে আসছে বার্সেলোনা। আর কাতালানরা যদি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, তবে স্পেনের ক্রিড়া আইন অনুযায়ী স্প্যানিশ লিগে তাদের খেলতে দেওয়া হবে না বার্সাকে। এর ফলে আর স্প্যানিশ লিগে খেলতে পারবে না মেসি-নেইমার-সুয়ারেসের মত তারকারা।   

মাস খানেক আগে স্পেনের সংসদ নির্বাচনে জয় পেয়েছে কাতালানারা। এর ফলে লা লিগায় সদস্যপদ নিয়ে ঝুঁকিতে আছে বার্সা। এদিকে বার্সেলোনার সাবেক কোচ ও বর্তমান বায়ার্ন মিউনিখ বস পেপ গার্দিওলাও কাতালানদের স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রচারাভিযান চালাচ্ছেন। তার সাথে আছেন জাভি হার্নান্দেজ ও জেরার্ড পিকের মতো ফুটবলাররা।

তবে অনেক কাতালান মনে করেন, স্বাধীনতার পরও ‘লা লিগা’ই খেলে যাবে বার্সা। কিন্তু এলএফপি প্রধান বলেন, যদি স্পেন বিভক্ত হয়, সেটা লা লিগায়ও হবে। তবে আশা করি এমন অযোক্তিক অবস্থায় পৌঁছাবো না।

তবে স্পেনের নির্বাচন নিয়ে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর কথা জানিয়েছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ। আর ফরাসি প্রধানমন্ত্রীর খবরের পর এখনো কোনো মন্তব্য করেনি বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ।

এমআর/এমএস