ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে আফ্রিদি

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

পাকিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি। আহতদের দেখতে মঙ্গলবার পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে যান এ তারকা। সেখানে ৫০ লাখ রুপি দান করেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খরচ চলাতে চেক হস্তান্তর করেন। অফিসিয়াল ফেসবুক পেজে এই অর্থ সহায়তার ঘোষণা দেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।

Afrideআফ্রিদির দাতব্য সংস্থা দ্য শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা করেন তিনি। এ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবিস্তার ও স্বাস্থ্যসেবাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রায়ই সহায়তা দেন আফ্রিদি।

সোমবার আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারতে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত দুইশ ৩১ পাকিস্তানীসহ মোট ৩৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা (এনডিএমএ) কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী খাইবার পাখতুন এলাকায় ১৮৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৪৫৬ জন আহত হয়েছে।

Afride

আরটি/এএইচ