ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুই ধাপ আগালেন সাকিব

প্রকাশিত: ১০:৩১ এএম, ২৭ অক্টোবর ২০১৫

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দুই ধাপ এগিয়ে তিনি চার নম্বরে উঠে এসেছেন। ৬৯০ পয়েন্ট নিয়ে এ অবস্থানে আছেন সাকিব আল হাসান। সাকিবের সামনে রয়েছেন স্টার্ক, নারিন এবং বোল্ট।
 
আইসিসির সর্বশেষ বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ৭ উইকেট পাওয়ায় তাহির এখন অবস্থান করছেন পাঁচ নাম্বারে।

এক ধাপ করে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন ও নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের।

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। অন্যদিকে টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। আর বোলিং র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ডেল স্টেইন।

আর সব সংস্করণের টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে তালিকা জাগো নিউজ পাঠকের জন্য তুলে ধরা হলো :

১ মিচেল স্টার্ক (৭১৩ পয়েন্ট)
২ সুনিল নারিন (৭০৯ পয়েন্ট)
৩ ট্রেন্ট বোল্ট (৭০৫ পয়েন্ট)
৪ সাকিব আল হাসান (৬৯০ পয়েন্ট)
৫ ইমরান তাহির (৬৮৮ পয়েন্ট)
৬ ডেল স্টেইন (৬৮২ পয়েন্ট)
৭ মিচেল জনসন (৬৭২ পয়েন্ট)
৮ মরনে মরকেল (৬৬৬ পয়েন্ট),
৯ সাঈদ আজমল (৬৫৫ পয়েন্ট)
১০ রবিচন্দ্রন অশ্বিন (৬৪০ পয়েন্ট)

আরটি/এসকেডি/আরআইপি