ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ধোনির সমালোচনায় গাভাস্কার

প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২৭ অক্টোবর ২০১৫

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়ার হারের জন্য স্বাগতিক বোলারদের পাশাপাশি অধিনায়ক ধোনির সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার।  

ধোনির সমালোচনা করে গাভাস্কার বলেন, ডি ভিলিয়ার্স, ডু প্লেসিরা যখন আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন তখন অধিনায়ক ধোনির উচিত ছিল বুদ্ধি করে বোলিং পরিবর্তন করা। বোলার ঠিক মতো ব্যবহার করতে পারলে দক্ষিণ ভারতের বিরুদ্ধে বিশাল স্কোর খাড়া করতে পারত না।

একইসঙ্গে তিনি আরও বলেন, আগে দেখেছি বেশ আইডিয়া নিয়ে তিনি বোলিং পরিবর্তন করতেন। এদিন অবশ্য কোনও বোলারই কাজে আসেনি। যদিও ওর কাছে খুব বেশি বিকল্প রাস্তাও ছিল না।

ভারতের বোলিং নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার। তিনি বলেন, বোলিং ভারতের সব চেয়ে ভয়ের কারণ। টি-টোয়েন্টি ও একদিনের সিরিজে ভারতীয় বোলারদের খুব সাধারণ মানের লেগেছে। ফাস্ট বোলাররা ক্রমাগত শট পিচড বল করে দিয়েছে৷ ভারতের বোলিংয়ে উন্নতি করতেই হবে।

এমআর/পিআর